পাকিস্তানে প্রথম টেস্টের আগে দুই দফায় অনুশীলন করবে বাংলাদেশ দল । যার প্রথম দফার প্রথম দিনের অনুশীলনে আজ (বুধবার) গাদ্দাফি স্টেডিয়ামে নেমেছে নাজমুল হোসেন শান্তর দল। লাহোরের এই মাঠেই আগামী দুই দিনও অনুশীলন করবেন শান্ত-সাকিবরা।
পাকিস্তানের বিপক্ষ দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৭ আগস্ট যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। তবে দেশের সবশেষ পরিস্থিতি বিবেচনায় পাঁচদিন এগিয়ে সোমবার পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়েন শান্তরা। পরে দুবাই হয়ে মঙ্গলবার পাকিস্তানের লাহোরে পৌঁছান তারা এবং এখানেই প্রথম দফায় তিন দিনের অনুশীলন সারবে বাংলাদেশ দল।
এদিকে দেশে না ফিরলেও কানাডা থেকে দুবাইয়ে এসে দলের সঙ্গে যোগ দেন সাকিব আল হাসান এবং নেমেছেন আজকের অনুশীলনেও।
লাহোর থেকে আগামী ১৭ আগস্ট শান্তদের গন্তব্য হবে ইসলামাবাদ, প্রথম টেস্টের ভেন্যুর উদ্দেশে। সেখান ২১ আগস্ট রাওয়ালপিন্ডি টেস্টে নামার আগে আরও তিন দিন অনুশীলন করবেন সাকিব-মুশফিকরা।
তবে অনুশীলনের এই দফায় থাকবেন না তাসকিন আহমেদ। কেননা বাংলাদেশ এ দলের হয়ে পাকিস্তান শাহিনসের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচে খেলবেন এই ডানহাতি পেসার। পরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে যোগ দেবেন জাতীয় দলের সঙ্গে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে ৩০ আগস্ট, করাচিতে।