৪২ ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সভাপতিদের অপসারণ করল মন্ত্রণালয়

বিবিধ, খেলা

বার্তা ২৪ স্পোর্টস | 2024-09-10 18:44:47

কিছুদিন আগে দাবা এবং কাবাডি ফেডারেশনের সভাপতিকে অপসারণ ও ব্রিজ ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি দেওয়ার পর এবার মন্ত্রণালয়ে বিদ্যমান একাধিক ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সভাপতিদের অপসারণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ (মঙ্গলবার) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব হুমায়ুন রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি প্রকাশ করেছেন।

প্রজ্ঞাপনটিতে বলা হয়েছে, ‘জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার দেশের বিদ্যমান ফেডারেশন/এসোসিয়েশন/বোর্ড/সংস্থার কার্যক্রম অধিকতর সক্রিয় ও সংস্কারের উদ্দেশ্যে উক্ত ফেডারেশন/এসোসিয়েশন/বোর্ড/সংস্থার বিদ্যমান সভাপতিগণকে এতদ্বারা অপসারণ করিল।’

মূলত ক্রীড়া সংস্থা বা ফেডারেশনের কার্যক্রম আরও সক্রিয় ও সংস্কারের উদ্দেশ্যে তাদের অপসারণ করা হয়েছে। যদিও সকল ফেডারেশনের সভাপতিদের অপসারণের কথা উল্লেখ করা হলেও প্রতিস্থাপিত প্রজ্ঞাপনে ফেডারেশনের সভাপতিদের নাম উল্লেখ নেই।

জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ২২ ধারায় রয়েছে- ‘কতিপয় সংস্থার সভাপতি নিয়োগে সরকারের ক্ষমতা, আপাতত বলবৎ অন্য কোনো আইন, চুক্তি বা আইনি দলিলে যাহা কিছু থাকুক না কেন তফসিলে বর্ণিত সংস্থার প্রধান হিসেবে একজন সভাপতি থাকবেন। যিনি সরকার কর্তৃক মনোনীত, বিধি মোতাবেক নির্বাচিত হইবেন।’

ফুটবল এবং ক্রিকেট, এই দুটি খেলাও জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত ফেডারেশন। বিদ্যমান ফেডারেশনের মধ্যে এই দুটি থাকলেও ২২-এর ধারায় এই দুই ফেডারেশনের সভাপতি নিয়োগ হয় না। তাই এই দুই ফেডারেশনের সভাপতি এখনও বলবৎ আছেন।

এ সম্পর্কিত আরও খবর