ভারতের মাটিতে তাদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৫ সেপ্টেম্বর উড়াল দিবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সম্প্রতি পাকিস্তান সফরে ইতিহাস গড়ে সিরিজ জিতে এসেছে টাইগাররা। সেই স্কোয়াডের পেসার শরিফুল ইসলামকে আসন্ন ভারত সিরিজে বিশ্রাম দিয়ে এবার দলে ডাকা হয়েছে জাকের আলি অনিককে।
ভারতের বিপক্ষে তাদের মাটিতে সিরিজ, তাও আবার লাল বলের ক্রিকেটে। সিরিজটা বেশ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে টাইগারদের জন্য এটা মেনে নিয়েছেন তারাও। তবে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করায় পুরো বাংলাদেশ দলই বেশ আত্মবিশ্বাসী। ভালো কিছুর আশাই করছেন তারা।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জাকের। তিনি জানান, ‘সবারই স্বপ্ন থাকে টেস্ট ক্রিকেট খেলার। সেটার জন্য দলে সুযোগ পেয়ে অবশ্যই ভালো লাগছে। প্রথম শ্রেণির ক্রিকেটে আমি ২০১৭ সাল থেকে খেলছি। যে সংস্করণই হোক, ঘরোয়া ক্রিকেটে আমি ভালো করার চেষ্টা করি। ওই রকম প্রক্রিয়ায়ই আগাই।’
টেস্ট ক্রিকেটটা কঠিন হলেও নিজের সেরাটাই করে দেখাতে মরিয়া তিনি, ‘স্কোয়াডে যেহেতু নির্বাচিত হয়েছি, উনারা প্রস্তুত মনে করেছেন বলেই নিয়েছেন। এখন আমার দায়িত্ব, নিজের সেরা পারফরম্যান্স দেওয়া।’
ভারতীয় স্কোয়াডের ব্যাটিং এবং বোলিং, দুই বিভাগেই বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। তাদের মাটিতে তারা আরও বেশি বিধ্বংসী। তবে প্রস্তুত আছে বাংলাদেশ দলও। নিজেদের সেরাটাই মাঠে ঢেলে দিবে নাজমুল শান্তর দল।
‘চ্যালেঞ্জ সব দিক দিয়ে থাকবে। তাদের ব্যাটিং লাইনআপও অনেক ভালো। আমরা যদি ব্যাটিং বিভাগ হিসেবে ভালো করতে পারি তাহলে ভালো। আমরা স্ট্রাগল করি ব্যাটিং নিয়েই। ব্যাটিং যখন খারাপ হয়, আমরা হেরে যাই। বোলাররা বেশিরভাগ সময় সাপোর্ট করে। ভারতীয় বোলারদের নিয়ে অবশ্যই পরিকল্পনা হচ্ছে। নিজের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব।’