রিয়াল মাদ্রিদের বিপক্ষে শুরুতে গোল পেয়ে যাওয়াটা বুঝি প্রতিপক্ষের জন্য ‘বরে শাপ’ই! এরপরই যেন রিয়ালের আসল খেলা শুরু হয়! কাল যেমন হলো। এস্পানিয়লের বিপক্ষে শুরুতে গোল হজম করে বসল দলটা। এরপর ৩০ মিনিটে প্রতিপক্ষের জালে জড়াল গুনে গুনে ৪ গোল।
প্রথমার্ধে দাপট নিয়ে খেলেও গোল পায়নি রিয়াল। দ্বিতীয়ার্ধের নয় মিনিটে উল্টো পিছিয়েই পড়ে। ইয়ফ্রে কোরেয়াসের ক্রস আটকাতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া।
এরপরই টনক নড়ে রিয়ালের। চার মিনিট বাদে জুড বেলিংহ্যামের পাশে গোল করেন দানি কারভাহাল। ৭৫ মিনিটে ভিনিসিয়াসের ক্রসে রদ্রিগো করেন গোল। ৩ মিনিট বাদে দলটাকে তৃতীয় গোলটা এনে দেন ভিনি নিজেই।
এরপর শেষ দিকে একটা পেনাল্টি পায় রিয়াল। সেটা থেকে গোল আদায় করে নেন কিলিয়ান এমবাপে। ফলে তিন ম্যাচে চতুর্থ গোলের দেখা পেয়ে যান তিনি। আর রিয়াল মাদ্রিদ ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চলে এসেছে লিগের দ্বিতীয় স্থানে।