ইতিহাসের সবচেয়ে বড় হার ভারতের!

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 00:32:57

দুঃস্বপ্নের হার? না, তারচেয়েও বেশি কিছু! ভারত হারল রীতিমতো রেকর্ড ব্যবধানে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই ভরাডুবি সফরকারীদের। বুধবার রোহিত শর্মার দলকে ৮০ রানে হারাল নিউজিল্যান্ড।

এই জয়ে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেলো ওয়ানডেতে হতাশ করা নিউজিল্যান্ড।

বুধবার ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে টিম সাইফার্টের কাছেই যেন হেরে গেল ভারত। এই উইকেট কিপার-ব্যাটসম্যান ৪৩ বলে খেলেন ৮৪ রানের টর্নেডো ইনিংস। তারই পথ ধরে দল তুলে ২০ ওভারে ২১৯ রান। জবাব দিতে নেমে ভারতের ইনিংস শেষ মাত্র ১৩৯ রানে।

তারই পথ ধরে টি-টুয়েন্টিতে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় হারটাই দেখল ভারত। এবারই প্রথম ৫০ বা তার বেশি রানের ব্যবধানে হেরেছে দলটি। এতোদিন ক্রিকেটের টি-টুয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৯ রানে পরাজয়ই ছিল ভারতের সবচেয়ে বড় ব্যবধানে হার।

অবশ্য কিউইদের রান পাহাড়ে চাপে পড়ে সফরকারীরা। ম্যাচে স্বাগতিকদের বড় সংগ্রহের পথ করে দেন দুই ওপেনার সাইফার্ট ও কলিন মানরো। রান ফোয়ারায় দলকে এনে দেন উড়ন্ত সূচনা। ৫০ বলে ৮৬ রানের উদ্বোধনী জুটি গড়েন দু'জন। ২০ বলে ৩৪ করে সাজঘরের পথ ধরেন মানরো।

এরপর কেন উইলিয়ামসনকে নিয়ে সাইফার্ট গড়নেন ৪৮ রানের জুটি। ২২ বলে ৩৪ করে ফিরেন কিউই ক্যাপ্টেন। আর সাইফার্ট থামেন ৮৪ রানে।

দুই উইকেট নেন হার্দিক পান্ডিয়া। ক্রুনাল পান্ডিয়া শিকার করেন ১ উইকেট।

জবাব দিতে নেমে কখনোই মনে হয়নি ম্যাচটা জিততে যাচ্ছে ভারত। শুরুতেই বিপর্যয়। রোহিত শর্মা (১) টিম সাউদির শিকার। এরপর কিছুটা সময় লড়েছেন শিখর ধাওয়ান ও বিজয় শঙ্কর। তবে সেটা রান পাহাড় টপকানোর জন্য যথেষ্ট ছিল না।

১৮ বলে ২৯ রান তুলে ফিরেন ধাওয়ান।আর শঙ্কর ফিরেন ১৮ বলে ২৭ তুলে। তারপর উইকেট পতনের মিছিল মহেন্দ্র সিং ধোনি ৩১ বলে করেন ৩৯ রান। কিন্তু বড় জয় থেকে দলকে বাঁচাতে পারেন নি তিনি।

শুক্রবার অকল্যান্ডে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-ভারত।

সংক্ষিপ্ত স্কোর-

নিউজিল্যান্ড: ২০ ওভারে ২১৯/৬ (সাইফার্ট ৮৪, মানরো ৩৪, উইলিয়ামসন ৩৪, টেলর ২৩, ডি গ্র্যান্ডহোম ৩, স্যান্টনার ৭*, কুগেলেইন ২০*; ভুবেনশ্বর ১/৪৭, খলিল ১/৪৮, ক্রুনাল ১/৩৭, হার্দিক ২/৫১, চেহেল ১/৩৫)।
ভারত: ১৯.২ ওভারে ১৩৯/১০ (রোহিত ১, ধাওয়ান ২৯, শঙ্কর ২৭, পান্ত ৪, ধোনি ৩৯, কার্তিক ৫, হার্দিক ৪, ক্রুনাল ২০, ভুবনেশ্বর ১, চেহেল ১, খলিল ১*; সাউদি ৩/১৭, ফার্গুসন ২/২২, স্যান্টনার ২/২৪, মিচেল ১/১৩, সোধি ২/২৬)।
ফল: ৮০ রানে জয়ী নিউজিল্যান্ড
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ১-০তে এগিয়ে
ম্যাচসেরা: টিম সাইফার্ট

এ সম্পর্কিত আরও খবর