ফিদে মাস্টার মনন রেজা নীড় শুক্রবার হাঙ্গেরির বুদাপেস্টে গ্র্যান্ডমাস্টারস দাবা টুর্নামেন্টে খেলছেন এখন। সেখানে অষ্টম রাউন্ডে তিনি হারিয়ে দিয়েছেন ভারতীয় দাবাড়ু সাম্বিত পান্ডাকে। আর তাতেই সর্বকনিষ্ঠ বাংলাদেশি হিসেবে মনন বনে যান আন্তর্জাতিক মাস্টার।
গেল এপ্রিলে ব্যাংকক চেস ক্লাব ওপেনে প্রথম আইএম নর্ম জেতেন তিনি। এরপর জুলাই মাসে সাইফ পাওয়ারটেক ৪৮তম দাবা চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় আইএম নর্ম নিশ্চিত করেন তিনি।
আন্তর্জাতিক মাস্টার হতে তাকে ২৪০০ রেটিং পয়েন্ট সঙ্গে তিনটি আইএম নর্ম প্রয়োজন ছিল তার। গতকাল সাম্বিতকে হারানোর পর তার রেটিং পয়েন্ট গিয়ে দাঁড়ায় ২৪৫০ তে। যার ফলে আন্তর্জাতিক মাস্টার হওয়ার সব শর্ত পূরণ করে ফেলেন তিনি।
তার বয়স মোটে ১৪ বছর ৩ মাস। তাতেই তিনি বনে গেছেন আন্তর্জাতিক মাস্টার। তাতে তিনি ইতিহাসও গড়ে ফেলেছেন। তাও আবার যার তার রেকর্ড ভাঙেননি, নিয়াজ মোর্শেদের রেকর্ড ভেঙেছেন। তিনি ১৫ বছর ৫ মাস বয়সে এই রেকর্ড গড়েছিলেন, নীড় তার চেয়ে ১৪ মাস কম সময় নিয়েই বনে গেছেন আন্তর্জাতিক মাস্টার।