শ্রীলঙ্কাকে উড়িয়ে শুরু অজিদের

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-05 19:19:11

টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে শ্রীলঙ্কা বড় বিপদে। বিদায়ের আশঙ্কায় পড়েছে তারা। টুর্নামেন্টে টিকে থাকতে হলে পরের দুই ম্যাচে তাদের জিততে হবে, সেই সঙ্গে রানরেট সহ অন্যান্য সূত্রও মিলাতে হবে। অন্যদিকে হট ফেভারিট অস্ট্রেলিয়ার নারী বিশ্বকাপ শুরু হলো সহজ জয়ে, ৬ উইকেটে। তখনো ম্যাচের ৩৪ বল বাকি।

ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শারজায় এক অর্থে দাড়াতেই পারেনি শ্রীলঙ্কা। টসে জিতে শ্রীলঙ্কা ব্যাটিং বেছে নেয়। কিন্তু পুরো ইনিংস জুড়ে তাদের একটা কাজই করতে হয়-সংগ্রাম আর সংগ্রাম! দুই ওপেনারই ব্যর্থ। ভিষ্ণি গুনারত্নে কোনো রানই করতে পারেননি। চামারি আতাপাত্তুর ১২ বলের সংগ্রামী ইনিংস শেষ হয় মাত্র ৩ রানে। ওয়ানডাউনে হার্সিতা সামারাবিক্রেমা ৩৫ বলে ২৩ রান করেন। পাঁচ নম্বরে ব্যাট করতে নামপা নিলাক্ষশিখা সিলভার ব্যাটে ৪০ বলে ২৯ রান পায় শ্রীলঙ্কা। দলের বাকিদের ব্যর্থতার কারণে তিন অঙ্কেও পৌছাতে পারেনি শ্রীলঙ্কার ইনিংস। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ৯৩ রানে থামে শ্রীলঙ্কার সংগ্রামী ইনিংস।

অস্ট্রেলিয়ার পেসার মেগান স্কট ম্যাচের সেরা বোলার। ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১২ রানে ৩ উইকেট পান ডানহাতি এই পেসার। সোফি মলিনাস্ক ২০ রানে শিকার করেন ২ উইকেট।

শ্রীলঙ্কার ব্যাটাররা গোটা ম্যাচে তিনটি ওভার মেডেন দেয়। সবমিলিয়ে ডট বল খেলে শ্রীলঙ্কা ৬৯ বল!

মামুলি টার্গেটের জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া পাওয়ার প্লেতে ৩ উইকেট হারালেও ওপেনার বেথ মুনি একপ্রান্ত আঁকড়ে রেখে দলকে জয়ের লক্ষ্যে পৌছে দেন। বেথ ৩৮ বলে অপরাজিত ৪৩ রান করেন।

প্রথম ম্যাচে পাকিস্তান এবং দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে চলতি বিশ্বকাপ থেকে শ্রীলঙ্কা বিদায়ের দিন গুনছে।

এ সম্পর্কিত আরও খবর