২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের সময়টা ভালো কাটছিল না। ৮ ম্যাচ শেষে তাদের অবস্থান ছিল পাঁচে। নবম ম্যাচে তাদেরকে আবারও পয়েন্ট খোয়ানোর চোখরাঙানি দিচ্ছিল চিলি। তবে শেষ মুহূর্তের গোলে সেটা উড়িয়ে দিয়েছে সেলেসাওরা। তুলে নিয়েছে ২-১ গোলের দারুণ এক জয়।
কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকার তলানির এক ধাপ ওপরে আছে চিলি। সেই দলটাই কি-না ব্রাজিলের বিপক্ষে এগিয়ে গিয়েছিল ২ মিনিটের মাথায়! অভিজ্ঞ স্ট্রাইকার এদুয়ার্দো ভার্গাস ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসনকে ফাঁকি দিয়ে দারুণ এক হেডারে গোল করেন।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্রাজিল সমতা ফেরায়। সাভিও ফাঁকায় থেকে বোতাফোগো ফরোয়ার্ড ইগর হেসুসের উদ্দেশ্যে ক্রস দেন। হেসুস দারুণ এক হেদারে গোল করেন। ব্রাজিল ফেরে সমতায়।
ম্যাচটা এরপর ড্রয়ের দিকে এগোচ্ছিল। তবে ৮৯তম মিনিটে ব্রাজিলের বদলি খেলোয়াড় লুইজ হেনরিক বক্সের কোণা থেকে এক নিচু শটে গোল করেন। যার ফলে ব্রাজিল মাঠ ছাড়ে ২-১ গোলের জয় নিয়ে।
এই জয়ে ব্রাজিল ৯ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে। বর্তমানে শীর্ষে থাকা আর্জেন্টিনার থেকে ৬ পয়েন্ট পিছিয়ে রয়েছে কোচ দরিভাল জুনিয়রের শিষ্যরা।