আমরা যেভাবে খেলেছি, তাতে খুবই হতাশ: শান্ত

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-10-31 22:12:54

প্রথম ম্যাচে ৭ উইকেটে হার। দ্বিতীয় ম্যাচে সিরিজ বাঁচাতে হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় তুলে নিতে হতো। এমন সমীকরণ সামনে রেখে বাংলাদেশ আরও বড় ব্যবধানে হেরেছে। তাতে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে স্বাগতিকরা।

দুই ম্যাচেই বাংলাদেশের ব্যাটাররা রীতিমতো মুখ থুবড়ে পড়েছেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ব্যাটিং উইকেটেও কোনো প্রকারের বড় পারফর্ম্যান্স আসেনি কোনো ব্যাটারের ব্যাট থেকে। যার ফল তিন দিনের মাথায় ইনিংস ও ২৭৩ রানের রেকর্ড গড়া হার।

এমন পারফর্ম্যান্সের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘তারা বেশ ভালো ক্রিকেট খেলেছে। যেভাবে দুই ম্যাচে আমরা খেলেছি, তাতে আমি হতাশ। আমার মনে হয় অনেক দিক থেকে আমাদের উন্নতি দরকার।’

তবে দল হিসেবেও উন্নতির অনেক জায়গা দেখছেন শান্ত। তিনি বলেন, ‘আমরা বোলিংয়ে ভালো করেছি। বিষয়টা মানসিক, আর কিছুটা স্কিলেরও ব্যাপার। দুই দিক থেকেই উন্নতি দরকার আমাদের।’

এমন সিরিজেও কিছু ইতিবাচক দিক দেখছেন শান্ত। তিনি বলেন, ‘কিছু ইতিবাচক দিকও আছে। মুমিনুল প্রথম ইনিংসে দারুণ খেললেন, একটা লড়াইয়ের চেষ্টা করেছেন তিনি। আমাদের দলে তাইজুলের মতো লড়াকু একজন আছে, এটাও আমাদের জন্য ইতিবাচক দিক।’

এ সম্পর্কিত আরও খবর