হংকং সিক্সেস টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। ওমানকে ৩৪ রানে হারিয়েছে দলটা। ১২ বলে ফিফটি করে তাতে বড় অবদান রেখেছেন জিসান আলম ও সাইফউদ্দিন।
আজ শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশ তোলে ১৪৭ রান। ইনিংসের গোড়াপত্তন করতে নেমে জিসান আলম ও ইয়াসির আলী ঝোড়ো শুরু এনে দেন বাংলাদেশকে।
৮ ছক্কা ও ১ চারে ১২ বলে ফিফটি করেছেন জিসান আলম। ৫৫ রান করে খেলার নিয়মানুযায়ী রিটায়ার্ড হার্ট হন তিনি। এরপর সাইফউদ্দিন ৭ ছক্কা ও ৩ চারে ফিফটি তুলে নেন ১২ বলে। তিনিও ৫৫ রানে রিটায়ার্ড হার্ট হন।
শেষ পর্যন্ত ২৬ রানে অপরাজিত ছিলেন ইয়াসির, তার সঙ্গী আবু হায়দার রনিও ৪ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশ ১৪৭ রানের পাহাড় গড়ে।
জবাবে ওমান ১১৩ রানেই ইনিংস শেষ করে। জিসান আলম ২ উইকেট তুলে নেন। এছাড়াও সাইফউদ্দিন, সোহাগ গাজী ও আবু হায়দার রনি একটি করে উইকেট তুলে নেন।
টুর্নামেন্টে নিজেদের পরের ম্যাচে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। আজ বাংলাদেশ সময় ২টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।