ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না রোহিত শর্মা আর বিরাট কোহলির। দীর্ঘদিন ধরে বড় ইনিংস নেই ব্যাটে। দুজনের আউট হওয়ার ধরনও শেষ কিছু দিন ধরে খুব চেনা। রোহিত শর্মা পেসারের বলে উইকেট দিয়ে আসছেন, আর বিরাট কোহলি তার উইকেট দিচ্ছেন স্পিনারকে।
এমন পরিস্থিতিতে তাদের নিয়ে সমালোচনা কম হচ্ছে না। আলোচনা হচ্ছে কীভাবে তাদের ফর্মে ফেরানো যায় তা নিয়েও। এবার সাবেক ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ কাইফ দিলেন এক অভিনব পরামর্শ। তাদেরকে অস্ট্রেলিয়ার বিমানে ওঠার আগে রঞ্জিতে খেলে যেতে বললেন তিনি।
বাংলাদেশ সিরিজে রোহিত চার ইনিংসে করেছিলেন যথাক্রমে ৬, ৫, ২৩ ও ৮ রান। সেই রোহিত নিউজিল্যান্ড সিরিজেও ব্যর্থ। তার রান যথাক্রমে ২, ৫২, ০, ৮, ১৮ ও ১১। কোহলিও বাংলাদেশ সিরিজ থেকে রান পাচ্ছেন না। নাজমুল হোসেন শান্তর দলের বিরুদ্ধে টেস্টে কোহলির রান ছিল যথাক্রমে ৬, ১৭, ৪৭ ও অপরাজিত ২৯। নিউজিল্যান্ড সিরিজে তার ইনিংসগুলো এমন– ০, ৭০, ১, ১৭, ৪ ও ১।
অস্ট্রেলিয়া সফর খেলতে ১১ নভেম্বর রওনা হওয়ার কথা ভারতীয় দলের। এর আগে রঞ্জিতে দিল্লির খেলা চণ্ডীগড়ের বিরুদ্ধে। মুম্বইয়ের সামনে ওড়িশা। এই দুই ম্যাচে দুই ক্রিকেটারকে খেলার পরামর্শ দিয়েছেন কাইফ।
তার কথা, ‘ওদের ফর্ম দরকার। তার জন্য ঘণ্টার পর ঘণ্টা ব্যাট করতে হবে। রঞ্জিতে যদি ওরা শতরান করে তা হলে ওদেরই আত্মবিশ্বাস বাড়বে। ওদের উচিত রঞ্জি খেলা।’
তিনি আরও পরামর্শ দেন ক্যারিয়ারের এই সময়ে আরাম ছেড়ে ব্যাটিংয়ে মনোযোগ দিতেও। বলেন, ‘ওদের এখন ঘরোয়া ক্রিকেটের দিকে পুরো মন দেওয়া উচিত। রঞ্জি খেলতে গেলে জাতীয় দলের আরাম ওরা হয়তো পাবে না। সে সব এখন বাদ দেওয়া উচিত। বড় গাড়ি, বিমান, বিলাসবহুল হোটেলের আরাম ছাড়া উচিত ওদের। পরিশ্রম করতে হবে। তবেই সাফল্য আসবে।’