শান্ত কত দিন মাঠের বাইরে থাকবেন?

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-11-11 14:21:11

প্রথম ম্যাচে মুশফিকুর রহিম, এরপর দ্বিতীয় ম্যাচে গেলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ তাদের নিয়মিত অধিনায়ককে আজ শেষ ওয়ানডেতে পাচ্ছে না। কুঁচকির চোট তাকে ছিটকে দিয়েছে এই ম্যাচ থেকে।

গত ৯ নভেম্বর দ্বিতীয় ওয়ানডেতে ১১৯ বলে ৭৬ রান করে ম্যাচসেরা হয়েছিলেন শান্ত। তবে এরপর ফিল্ডিংয়ে নেমে কুঁচকিতে চোট পান তিনি। ছিটকে যান ম্যাচ থেকে।

সে চোট আজও সারেনি, তাই তাকে আজও পাচ্ছে না বাংলাদেশ। আজ সকালে এমআরআই ফলাফল পেয়ে বিষয়টি নিশ্চিত হয়েছে। 

চোটটা খুব গুরুতর নয়। তবে তা থেকে সেরে উঠতে সপ্তাহ দুয়েক লেগে যাবে শান্তর। যার ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও প্রভাব পড়তে পারে এর। 

আগামী ২২ নভেম্বর ভিভ রিচার্ডস স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। সে সময় পর্যন্ত সেরে ওঠার সম্ভাবনা কমই শান্তর। যার ফলে ওই সিরিজের প্রথম টেস্টেও বাংলাদেশ পাবে না তাকে।

সেক্ষেত্রে মেহেদি হাসান মিরাজের অধিনায়কত্বের যাত্রাটা আরও দীর্ঘ হতে পারে। আজ সিনিয়র ক্যারিয়ারে প্রথম বারের মতো দলের অধিনায়ক হিসেবে নামবেন তিনি। এরপর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টেও টসে দেখা যেতে পারে তাকে। 

এ সম্পর্কিত আরও খবর