হঠাৎ করেই দৃশ্যপট পাল্টে গেল। গ্যারি কারস্টেন দায়িত্ব ছাড়ার পর সাদা বলের জন্য লাল বলের কোচ জেসন গিলেস্পিকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেয়েছিলেন। কিন্তু এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন করে আকিব জাভেদকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা! হঠাৎ করে পাকিস্তান ক্রিকেটে নতুন নাটক।
আজ সোমবার এক বিবৃতি দিয়ে সাবেক পেসার আকিব জাভেদকে ওয়ানডে ও টি টোয়েন্টি দলের কোচ করার খবরটি জানিয়েছে পিসিবি। তবে দক্ষিণ আফ্রিকা সফরে থাকছেন গিলেস্পিই। এরপর আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত এই পদে থাকছেন আকিব। নির্বাচক কমিটিতে আছেন পাকিস্তানি সাবেক এই ক্রিকেটার।
সোমবার গাদ্দাফি স্টেডিয়ামে কথা বলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি গণমাধ্যমের সঙ্গে বলেন, ‘সাময়িকভাবে আকিব জাভেদকে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কোচের দায়িত্ব নিতে বলেছি আমরা। খুব তাড়াহুড়া করে অন্য কোচ আনতে চাই না। এই তিন মাসের বিরতিতে আকিব কাজ করবে। তিনি অবশ্যই অন্য দিক নিয়ে কাজ করতে চায়, কিন্তু আমরা তাকে প্রধান কোচ হিসেবে তিন মাস কাজ করার জন্য অনুরোধ করেছিলাম।’
পিসিবি জানিয়েছে সাদা বলের জন্য শিগগিরই স্থায়ী কোচ নিয়োগ দেওয়া হবে। চ্যাম্পিয়নস ট্রফির পরই সেটা করতে চাইছে তারা। এই টুর্নামেন্ট পাকিস্তানে ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা। এর আগে আগামী নভেম্বর-ডিসেম্বর জিম্বাবুয়েতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। তারপর দক্ষিণ আফ্রিকায় দুই টেস্টের সিরিজের আগে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে দলটি।