জরিমানা ও নিষেধাজ্ঞার মুখে মেসি!

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লিওনেল মেসি

লিওনেল মেসি

লিওনেল মেসির সময়টা হঠাৎ করেই যেন খারাপ হয়ে গেছে। ক্লাব ইন্টার মায়ামির হয়ে তিনি ছিটকে গেছেন এমএলএস কাপ থেকে। জাতীয় দল আর্জেন্টিনার হয়েও ম্যাচ হেরেছেন প্যারাগুয়ের কাছে। সে ম্যাচে এক কাণ্ড ঘটিয়ে তিনি পড়ে গেছেন শাস্তির শঙ্কায়।

প্যারাগুয়ের মাটিতে গত ১৫ নভেম্বর মাঠে নেমেছিলেন মেসি। সে ম্যাচে প্যারাগুয়ের ওমর আলদেরেতে মারাত্মক ফাউল করেও কার্ড দেখেননি। সে সময় রেফারি অ্যান্ডারসন দারানকোর সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেন মেসি।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে, আর্জেন্টাইন অধিনায়ক তখন শাসাচ্ছিলেন ব্রাজিলের ওই রেফারিকে। বলেছিলেন, ‘তুমি কাপুরুষ। আমি তোমাকে পছন্দ করি না।’
সে ম্যাচের ওই কাণ্ডের ফলে তার ওপর নেমে আসতে পারে নিষেধাজ্ঞাও। ফিফার আইন বলছে মাঠে ফুটবলাররা বাজে ভাষা, বাজে ইঙ্গিত, বাজে আচরণ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে ফিফা।

এমন কাজের ফলে এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পাওয়ার নজির আছে। সঙ্গে করা হয় ২০ হাজার ডলার জরিমানাও। সেটা মেসির ওপরও নেমে আসে কি না, তাই এখন দেখার বিষয়।

বিজ্ঞাপন