বিভিন্ন খেলায় সাতক্ষীরার ছেলে-মেয়েরা নেতৃত্ব দিচ্ছে: সাফজয়ী অধিনায়ক

, খেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, সাতক্ষীরা | 2024-11-21 14:32:52

সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুন বলেছেন, শুধু ফুটবলে নয়, বিভিন্ন খেলায় সাতক্ষীরার ছেলে-মেয়েরা নেতৃত্ব দিচ্ছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) জেলা শিল্পকলা একাডেমিতে সাফজয়ী তিন ফুটবলারের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

সাবিনা বলেন, আমার ১৫ বছরের অভিজ্ঞতায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বড় ধরনের কোনো টুর্নামেন্টের আয়োজন করা হয়নি, এটা জন্য অত্যন্ত দুঃখজনক। পরবর্তী প্রজন্ম থেকে সাবিনা, মাছুরা-প্রান্তিদের উঠিয়ে আনার জন্য কোনো ব্যবস্থা নেই। আমরা চাই আমাদের মতো সাতক্ষীরা থেকে আরো ভালো ভালো খেলোয়াড় উঠে আসুক। এজন্য জেলা প্রশাসনের কাছে আহ্বান জানাবো, ফুটবলের পাশাপাশি যেন অন্যান্য খেলাকে প্রাধান্য দিয়ে সঠিক পরিচর্যা করা হয়।

তিনি আরও বলেন, আমাদের সাফল্যের পেছনে পুরো জাতির দোয়া এবং পরিবারের সমর্থন ছিল। সাতক্ষীরার মানুষ সবসময় আমাদের পাশে থেকেছে। আপনাদের এই ভালোবাসা আমাদের আরও বড় স্বপ্ন দেখতে সাহস যোগায়।

এ সময় সাতক্ষীরার এই তিন কৃতি খেলোয়াড়দের হাতে সংবর্ধনা স্মারক ও ১ লাখ টাকা করে তুলে দেন অনুষ্ঠানের সভাপতি সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

অতিথি হিসেবে ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, আফঈদার বাবা প্রিন্স খন্দকার প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর