সিটির জালে ৪ গোল টটেনহ্যামের

ফুটবল, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-11-24 11:23:10

এই টটেনহ্যামের কাছে হেরেই ম্যানচেস্টার সিটির দুর্দশা শুরু হয়েছিল। ইএফএল কাপের ওই ম্যাচের পর বোর্নমাউথ, স্পোর্টিং লিসবন আর ব্রাইটনের কাছে হেরেছিল কোচ পেপ গার্দিওলার দল। এবার ঘরের মাঠে সে বৃত্ত থেকে বেরোনোর আশা নিয়েই মাঠে নেমেছিল দলটা। 

তবে সে ম্যাচে গত শনিবার ম্যানচেস্টার সিটির ঘরের মাঠে টটেনহ্যামের কাছে ৪-০ গোলে হেরে বসে। তার ফলে তাদের ৫২ ম্যাচের অপরাজিত রেকর্ড ভেঙে যায়। সঙ্গে ৬৮ বছরের পুরোনো রেকর্ডও ছুঁয়ে ফেলে সিটিজেনরা। 

এই পরাজয়ের ফলে সিটি লিভারপুলের থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে পড়েছে। অন্যদিকে, টটেনহ্যামের এই জয়ে কোচ অ্যাঞ্জ পোস্টেকোগ্লুর ওপর থেকে চাপ কিছুটা কমে গেছে এবং তারা প্রিমিয়ার লিগের শীর্ষ ছয়ে উঠে এসেছে।

ম্যাচের আগে সিটির খেলোয়াড় রদ্রি ব্যালন ডি’অর ট্রফি দেখান এতিহাদের দর্শকদের। তবে তার দীর্ঘমেয়াদি ইনজুরি সিটির অ্যাকিলিস হিল হয়ে গেছে রীতিমতো। 

গত রাতে আরও একবার মনে হলো তাই। ম্যাচের শুরুতে সিটি বেশ ভালো সুযোগ সৃষ্টি করলেও টটেনহ্যামের প্রথম আক্রমণেই ম্যাডিসনের গোলে এগিয়ে যায়। এরপর ম্যাডিসনের দ্বিতীয় গোল এবং পোরো ও জনসনের অবদান সিটির জয়ের আশাকে নিভিয়ে দেয়।

৪-০ গোলের এই হারের ফলে টানা পঞ্চম ম্যাচে হারল দলটা। প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের সব প্রতিযোগিতায় এমন টানা হার সবশেষ দেখা গিয়েছিল ১৯৬৫ সালের ফেব্রুয়ারি-মার্চে। চেলসি টানা ৫ ম্যাচে হেরেছিল, সব মিলিয়ে টানা ৯ ম্যাচে ছিল জয়বঞ্চিত। সিটি সে রেকর্ডের প্রথমটাকে ছুঁয়ে ফেলেছে গত রাতে।

এ সম্পর্কিত আরও খবর