ইতিহাস গড়ে দাবার বিশ্বচ্যাম্পিয়ন ভারতের গুকেশ

বিবিধ, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-12-12 20:09:02

বিশ্ব দাবায় নতুন এক ইতিহাস লিখলেন ভারতের দাবাড়ু গুকেশ ডোম্মারাজু। কনিষ্ঠতম হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হলেন এই বিস্ময় প্রতিভা। সিঙ্গাপুরে ফাইনালে প্রতিপক্ষ চিনের ডিং লিরেনকে হারিয়ে দিলেন তিনি। তার পথ ধরে মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বসেরা বনে গেলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার।

আজ বৃহস্পতিবার ছিল ১৪তম রাউন্ড। ১৩তম ম্যাচের শেষে সমান পয়েন্ট ছিল ডিং লিরেন ও গুকেশের। নিয়ম জানাচ্ছিল- ৭.৫ পয়েন্টে পৌঁছবে, সেই বিশ্ব চ্যাম্পিয়ন। বৃহস্পতিবার গুকেশ জিতে এক পয়েন্ট পেতেই পৌঁছে গেলেন সেই আরাধ্য ৭.৫ পয়েন্টে। টাইব্রেকার খেলার প্রয়োজন হল না তার।

সবচেয়ে কম বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আনন্দে চোখের জল ফেললেন এই ভারতীয় দাবাড়ু। ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের শহর চেন্নাইয়ে জন্ম জন্ম তার। বাবা চিকিৎসক, মা মাইক্রোবায়োলজিস্ট। ৭ বছর বয়সে দাবায় হাতেখড়ি। তারপর একে একে একে জন্ম দিয়েছেন বিস্ময়ের।

এবার বনে গেলেন বিশ্বসেরা। ১১ বছর বয়সে গুকেশ জানিয়েছিলেন তিনি সর্বকনিষ্ঠ হিসাবে বিশ্ব চ্যাম্পিয়ন হতে চান। গ্র্যান্ড মাস্টার হননি তখন। সেই কথাটাই এবার রাখলেন। ১৮ বছর বয়সে বিশ্বের কনিষ্ঠতম হিসাবে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন গুকেশ।

কিংবদন্তি দাবাড়ু গ্যারি কাসপারভের রেকর্ড ভেঙে সবচেয়ে কম বয়সে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ের রেকর্ড হগলেন ভারতীয় এই তারকা। গুকেশ যেদিন বিশ্ব চ্যাম্পিয়ন হলেন, সেদিন তার বয়স হল ১৮ বছর ৮ মাস ১৪ দিন। সর্বকালের অন্যতম সেরা দাবাড়ু কাসপারভ প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হন ২২ বছর ৬ মাস ২৭ দিন বয়সে। 

এ সম্পর্কিত আরও খবর