মেলবোর্ন টেস্টের আগে ‘লুক’ পাল্টালেন কোহলি

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-12-21 11:33:37

মেলবোর্ন টেস্টের আগে ‘লুক’ পাল্টালেন কোহলি

তিনি ছন্দে নেই। চলতি অস্ট্রেলিয়া সফরটাতেই ভাল-মন্দ মিলিয়ে কাটছে। পার্থে দুর্দান্ত এক শতরানে ফিরে আসার পথ খুঁজে পেয়েছিলেন। প্রশংসায় ভেসেছিলেন বিরাট কোহলি। কিন্তু এরপরই পথ হারিয়েছেন। নতুন বল আর অফ স্টাম্পের বাইরের বলে সমস্যা যেন কাটছেই না তার। এই যখন অবস্থা তখন নিজেকে একটু পাল্টে নিলেন কোহলি।

ভারতীয় এই তারকা ক্রিকেটার বক্সিং ডে টেস্টের আগে বদলে ফেললেন নিজের ‘লুক’। ২৬ ডিসেম্বর অস্ট্রেলিয়ার সঙ্গে শুরু চতুর্থ টেস্ট। সেখানেই কিছুটা নতুন চেহারায় দেখা যাবে তাকে। পাঁচ ম্যাচের বর্ডার-গাভাস্কার ট্রফির ফল তিন টেস্টের পর ১-১।

মেলবোর্নে পা রেখেই চুলের ছাঁট বদলে ফেললেন কোহলি। অস্ট্রেলিয়ার নামী কেশসজ্জা শিল্পী জর্ডান তাবকম্যানের কাছে চলে যান কোহলি। এরপরই কোহলির নতুন কেশসজ্জার ছবি ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নেন জর্ডান। কোহলির নতুন লুকের ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘রাজার নতুন মুকুট।’

জর্ডানের দাবি এবার আরও ফিট দেখাবে কোহলিকে। এর আগে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও অস্ট্রেলীয় এই কেশসজ্জা শিল্পীর কাছে গিয়েছিলেন ভারতের এই মহাতারকা। তখন হার্দিক পান্ডিয়া, ঈশান কিশনও সঙ্গী হয়েছিলেন তার। এবার অবশ্য একাই গেলেন।

অবশ্য মাঠের লড়াইয়ের আগে আরও একটা কারণে আলোচনায় আছেন কোহলি। মেলবোর্নে পা দিয়ে বিতর্কে জড়িয়ে ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার এক সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তার। ভারতীয় দলের ছবি তুলতে মেলবোর্নে জড়ো হন ফটোসাংবাদিকরা। সেখানে তার পরিবারের ছবিও তুলতে যান। স্ত্রী আনুশকা শর্মা ও তার সন্তানের ছবি তুলতে গেলেই আপত্তি করেন কোহলি। এনিয়ে তর্কাতর্কি হয়।

এটা তো জানাই যে কোহলি চান না তার দুই সন্তান ভামিকা এবং ওকায়ের ছবি কেউ প্রকাশ করুক। দুই সন্তানকে নিয়ে স্ত্রী আনুশকা শর্মা থাকলেও কখনওই তাদের সন্তানদের দেখানো হয় না।

এ সম্পর্কিত আরও খবর

right arrow