অ্যালেক্সের ঝড়ের তোপে হতাশ সিলেট স্ট্রাইকার্সের ভক্তরা
চায়ের দেশ সিলেটে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর ১১তম আসর। এই পর্বের প্রথম ম্যাচেই রংপুর রাইডার্সের কাছে ৮ উইকেট ব্যবধানে হেরেছে সিলেট স্ট্রাইকার্স।
সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১টায় সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা দেখতে গ্যালারিতে চোখে পড়ার মতো দর্শক উপস্থিত ছিল। কিন্ত তীরে এসে তরী ডুবিয়ে হারের খাতায় দ্বিতীয়বার নাম তুললো সিলেট স্ট্রাইকার্স। এতে বেশ হতাশ হয়েছেন ভক্তরা।
প্রথম দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। ম্যাচের প্রথম দিকে দর্শক কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে গ্যালারি।
সিলেটের এই স্টেডিয়ামের অন্যতম আকর্ষণ পাহাড়ের কোলে গড়ে তোলা সবুজ ঘাসের গ্যালারি। কিন্তু সেই গ্যালারি এখন ধূসর গ্যালারিতে পরিণত হয়েছে। গ্যালারিতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের টার্গেট ২০৬ রান হওয়ার ফলে জয়ের ব্যাপারে প্রত্যাশী ছিলেন সমর্থকরা।
তবে প্রতিপক্ষ রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলসের ঝাড়ো ইনিংসের সুবাদে ৮ উইকেট হাতে রেখেই জয় ছিনিয়ে নেন তারা। এতে হতাশ হয়েছেন সিলেটের ভক্তরা।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনার রনি তালুকদার ও জাকির হাসানের দুই ফিফটির সুবাদে নির্ধারিত ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করেছে সিলেট স্ট্রাইকার্স। ২০৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নেমে দলীয় ২ রানের মাথায় ওপেনার আজিজুল হাকিম তামিমকে সাজঘরে ফেরান তানজিম সাকিব। তবে থামানো যায় নি বিদেশি ওপেনার অ্যালেক্স হেলস ও বাংলাদেশি ব্যাটার সাইফ হাসান কে। অ্যালেক্স হেলসের ১১৩ ও সাইফ হাসানের ৮০ রানের ইনিংসের সুবাদে এক ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় নুরুল হাসান সোহানের দল।
জয়ের স্বপ্ন দেখার পর বড় ব্যবধানে হারার পরও দর্শকরা বলছে, এবারের বিপিএলের ট্রফি যেকোনো মূল্যে সিলেটে রাখা হবে। ঘরের মাঠে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা। অনেকেই আবার মাশরাফি মাঠে না থাকায়ও হতাশ হয়েছেন।
এ নিয়ে বিপিএলের এবারের আসরে দুই ম্যাচে একটিতেও জয়ের মুখ দেখেনি সিলেট। ঢাকা পর্বে হারের পর হোম গ্রাউন্ডে হেরেছে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স।