চ্যাম্পিয়ন্স ট্রফির আর বাকি ২ মাসেরও কম সময়। এমন সময়ে এসেও সূচি ঘোষণা হয়নি। তার মূল কারণ নিরপেক্ষ ভেন্যু এখনও যে ঠিক হয়নি!
তবে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন একটি খসড়া সূচি প্রকাশ করেছে। যেখানে বেশ কিছু ম্যাচের সূচি উঠে এসেছে। তাতেই দেখা যাচ্ছে, বাংলাদেশ তাদের প্রথম ম্যাচটা খেলবে ভারতের বিপক্ষে।
মূলত ভেন্যু জটিলতার কারণেই এখন পর্যন্ত সূচি ঘোষণা করা সম্ভব হয়নি। আইসিসি হাইব্রিড মডেলের ওপর সিদ্ধান্ত দিয়েছে সপ্তাহখানেক হলো। তবে নিরপেক্ষ ভেন্যু কোথায় হবে, তা এখনও ঠিক হয়নি। ভারত ও পাকিস্তানের সংবাদ মাধ্যম জানাচ্ছে দুবাই কিংবা কলম্বো হতে পারে ভারতের ম্যাচগুলোর ভেন্যু।
চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি তৈরি করা হয়ে গেছে ইতোমধ্যেই। সে সূচি অনুসারে এ টুর্নামেন্ট শুরু হবে ১৯ ফেব্রুয়ারি থেকে, চলবে ৯ মার্চ পর্যন্ত। ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ডের লড়াই দিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। খবরটি প্রকাশ করেছে এক্সপ্রেস ট্রিবিউনসহ একাধিক পাক সংবাদ মাধ্যম।
সে প্রতিবেদনে দেখা যাচ্ছে, ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে ২৭ ফেব্রুয়ারি। তার আগে ভারত বাংলাদেশের বিপক্ষে খেলবে ২০ ফেব্রুয়ারি, যা হবে দুই দলের প্রথম ম্যাচ।
প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল ৪ মার্চ মাঠে গড়াতে পারে, পরের দিন হবে দ্বিতীয় সেমিফাইনাল। দুই সেমিফাইনালের প্রথমটি পাকিস্তানে হবে, অন্যটি ভারতের কথা মাথায় রেখে রাখা হয়েছে নিরপেক্ষ ভেন্যুতে।
চমকে ওঠার মতো খবর হচ্ছে ফাইনাল নিয়ে। নিরপেক্ষ ভেন্যুতে হবে সে ফাইনাল। সেটা আবার ভারত না খেললেও বদলে পাকিস্তানে আসবে না। ফাইনালের জন্য এক দিন রিজার্ভ ডেও রাখা হয়েছে।