হামজার কল্যাণে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবল দল বাংলাদেশ

ফুটবল, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-12-22 18:49:21

ফুটবলারদের দলবদলের বাজার বিষয়ক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের মতে, দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবল দল হিসেবে ভারতকে পেছনে ফেলেছে বাংলাদেশ। তা সম্ভব হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর লাল-সবুজের জার্সি গায়ে মাঠে নামার ছাড়পত্র পাওয়ার ফলে।

দীর্ঘ প্রচেষ্টার পর লেস্টার সিটির মিডফিল্ডার হামজা ফিফার অনুমতি পান। আগামী মার্চে বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন তিনি। হামজার অন্তর্ভুক্তি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মাঝে বড় স্বপ্ন দেখাচ্ছে।

তবে তার আগেই বাংলাদেশকে ‘১ নম্বরে’ নিয়ে গেলেন হামজা। ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, বাংলাদেশ জাতীয় দলের বর্তমান মার্কেট ভ্যালু ৩.০৫ মিলিয়ন ডলার। অন্যদিকে, হামজা চৌধুরীর একার মার্কেট ভ্যালু ৪.৫০ মিলিয়ন ডলার।

দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামী দল এতদিন ছিল ভারত। জাতীয় দলে হামজার অন্তর্ভুক্তি বাংলাদেশের মোট মার্কেট ভ্যালুকে বাড়িয়ে ৭.৫৫ মিলিয়ন ডলারে নিয়ে গেছে। যা ভারতীয় দলের ৫.৮৬ মিলিয়ন ডলারের চেয়ে বেশি। তার ফলে ভারত চলে গেছে দুইয়ে, শীর্ষে চলে এসেছে বাংলাদেশ।

সম্পূর্ণ এশিয়ার বাজারমূল্যের তালিকায় বাংলাদেশ ১৯তম অবস্থানে রয়েছে। শীর্ষে রয়েছে জাপান (২৮৭ মিলিয়ন ডলার) এবং দক্ষিণ কোরিয়া (১৫৯.১৫ মিলিয়ন ডলার)। তবে দক্ষিণ এশিয়ার মধ্যে এখন বাংলাদেশই শীর্ষে।

এ সম্পর্কিত আরও খবর