তামিম ইকবাল শেষ অনেক দিন ধরেই নেই জাতীয় দলে। তিনি ফিরবেন কবে, কিংবা আদৌ ফিরবেন কি না, তা নিয়ে এখনো বিসিবির কোনো কর্তাব্যক্তির সঙ্গে আলোচনা হয়নি বলে জানিয়েছেন তামিম ইকবাল। তিনি আজ জানালেন, আপাতত বিপিএলের প্রস্তুতিতেই মনোযোগ দিয়েছেন তিনি।
সোমবার (৩০ ডিসেম্বর) ফরচুন বরিশালের হয়ে বিপিএলের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে তার দল ফরচুন বরিশাল। সে ম্যাচের আগে দলের অধিনায়ক স্পষ্ট করে বলে দিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি বা জাতীয় দল নিয়ে এখন কোনো চিন্তাই করছেন না।
মিরপুরে দুর্বার রাজশাহীর বিপক্ষে ম্যাচের আগের দিন এক সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমি এই মুহূর্তে বিপিএলের জন্য রেডি হচ্ছি। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে না আমার সঙ্গে আলোচনা হয়েছে, না আমি কারো সঙ্গে কোনো কথা বলেছি। এই মুহূর্তে জাতীয় দল নিয়ে আমার মাথায় কোনো চিন্তা নেই।’
তামিমের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল এবারের আসরে তারকা ক্রিকেটারদের দলে টেনেছে। দলটিতে রয়েছেন দেশসেরা টি-টোয়েন্টি ব্যাটার তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, কাইল মেয়ার্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, রিশাদ হোসেন এবং পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। এত তারকা ক্রিকেটার থাকা সত্ত্বেও দল সাজানো নিয়ে কোনো সমস্যায় পড়বেন না বলে জানিয়েছেন তামিম।
তিনি বলেন, ‘না না, একদম প্রপারলি আমি জানি কারা খেলবে। আপনাদের একটাই প্রশ্ন, ওই শান্ত আমার সঙ্গেই ওপেন করবে। সো ভয়ের কিছু নেই।’