ঢাকার বিপক্ষে সহজ জয় তুলে নিয়ে বিপিএলে শুভসূচনা করেছিল রংপুর রাইডার্স। সে ধারাটা দ্বিতীয় ম্যাচেও ধরে রাখল রাইডার্সরা। সিলেটকে ৩৪ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল।
বোলারদের দাপট আর নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে সিলেট স্ট্রাইকার্সকে ৩৪ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের এই ম্যাচে প্রথমে ব্যাট করে রংপুর তোলে ১৫৫ রান। সিলেট সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে থেমে যায় ১২১ রানে।
রংপুরের হয়ে নাহিদ রানা ছিলেন বিধ্বংসী। তিনি মাত্র ২৭ রানে নিয়েছেন ৪ উইকেট। সঙ্গ দিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন, যিনি ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নেন ২ উইকেট। সিলেটের হয়ে রনি তালুকদার ৩৬ বলে ৪১ রান করলেও জাকের আলি অনিকের মন্থর ইনিংস (৩৩ বলে ২৪) দলকে বড় বিপদে ফেলে।
১৫৬ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট। যদিও রনি তালুকদার এক পাশে রান তুলছিলেন, অন্যদিকে জাকের আলির ধীর ব্যাটিংয়ে চাপ বাড়ে। নাহিদ রানার অসাধারণ স্পেলে বিদায় নেন পল স্টার্লিং ও জাকির হাসান। পরে রনি আক্রমণাত্মক হওয়ার চেষ্টায় বোল্ড হন খুশদিল শাহর বলে।
এর আগে রংপুরের ইনিংসে ইফতেখার আহমেদ ৪২ বলে অপরাজিত ৪৭ রান করেন। নুরুল হাসান সোহানের ২৪ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস আর শেখ মেহেদীর ক্যামিও (৮ বলে ১৬) দলকে দেড়শ পার করতে সাহায্য করে। শেষ পর্যন্ত বোলারদের দৃঢ়তায় রংপুরের এ সংগ্রহই প্রমাণিত হয় যথেষ্ট।