২০২৪ বাংলাদেশ ক্রিকেটেরও দিন বদলের বছর

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-12-31 21:53:08

২০২৪ সাল বাংলাদেশের ক্রিকেটের জন্য এক নতুন মোড়। ক্রিকেট বোর্ডের শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের পাশাপাশি মাঠের খেলাতেও এসেছে উল্লেখযোগ্য সাফল্য এবং ঘটনাবহুল প্রেক্ষাপট। এই বছরে টাইগাররা টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে প্রথমবার সিরিজ জয়লাভ করেছে, ক্যারিবিয়ানদের ঘরের মাঠে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করে চমক দেখিয়েছে, এবং যুব ক্রিকেটে এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধার করেছে। একই সঙ্গে এসেছে বিতর্ক, ব্যর্থতা, এবং নতুন এক ধারা সূচনার বার্তা।

টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় দেশের ক্রিকেট ইতিহাসে বড় অর্জন। রাওয়ালপিন্ডিতে ১০ উইকেটের জয় এবং পরবর্তী ম্যাচে ৬ উইকেটের জয়ের মধ্য দিয়ে টাইগাররা গড়েছে এক ঐতিহাসিক মাইলফলক। এই জয়ে পুরো সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে। বছর শেষে এই ফরম্যাটে তিনটি জয় টাইগারদের সর্বোচ্চ অর্জনগুলোর মধ্যে অন্যতম।

টি-টোয়েন্টিতে লিটন দাসের নেতৃত্বে টাইগারদের উত্থান আরও চমকপ্রদ। ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের ঘরের মাঠে ৩-০ ব্যবধানে সিরিজ জয় বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে এক নতুন অধ্যায় সূচিত করেছে। যদিও যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার এবং বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ব্যর্থতা কষ্ট দিয়েছে ভক্তদের, তবু বছরের শেষে পাওয়া জয়গুলো টাইগারদের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী করেছে।
অপরদিকে ওয়ানডে ক্রিকেট, যেখানে বাংলাদেশের ইতিহাস সবচেয়ে ভালো, সেখানে এই বছর তুলনামূলক ব্যর্থতায় ঢেকে গেছে। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের ধাক্কা খেয়েছে টাইগাররা।

তবে, যুব এশিয়া কাপে বাংলাদেশের শিরোপা জয় পুরো জাতিকে গর্বিত করেছে। অধিনায়ক আজিজুল তামিমের নেতৃত্বে দলটি কেবল শিরোপা পুনরুদ্ধারই করেনি, বরং আজিজুল নিজের পারফরম্যান্স দিয়ে নতুন এক ভবিষ্যৎ তারকার আগমনের ইঙ্গিত দিয়েছে। ৫ ম্যাচে তার ২৪০ রান এবং ৪ উইকেট তাকে আসরের অন্যতম সেরা পারফর্মার হিসেবে তুলে ধরেছে।

অন্যদিকে, মাঠের বাইরের ঘটনাগুলোও কম গুরুত্বপূর্ণ ছিল না। বিসিবির শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের সঙ্গে সাকিব আল হাসানের বিতর্কিত বিদায় এবং চন্ডিকা হাথুরুসিংহের চাকরি হারানো নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। পাশাপাশি, দেশীয় পেসারদের উত্থান এবং রিশাদ হোসেনের মতো তরুণ লেগ স্পিনারের আবির্ভাব জাতীয় দলে নতুন সমীকরণ তৈরি করেছে। ২০২৪ সালে পেসাররা স্পিনারদের ছাড়িয়ে ৮২ উইকেট নিয়ে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এছাড়া, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের মাটিতে হতে না পারার ঘটনাটি হতাশাজনক ছিল। তবে স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে মেয়েরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।

সব মিলিয়ে, সাফল্য, ব্যর্থতা এবং নানা নাটকীয় ঘটনার মিশেলে ২০২৪ সাল বাংলাদেশের ক্রিকেটের জন্য এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

এ সম্পর্কিত আরও খবর