যে কারণে লেস্টার ছাড়তে হচ্ছে হামজাকে

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-14 16:56:05

আবারো আলোচনায় বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরি। এবার জোর গুঞ্জন আছে প্রিমিয়ার লিগে নিজের ক্লাব পরিবর্তন করতে পারেন হামজা। এর আগে গত মাসে হামজাকে জাতীয় দলে পেতে সব প্রস্তুতি সেরেছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

জানা গেছে, শীতকালীন দলবদলে লেস্টার সিটি অধ্যায়ের সমাপ্তি টানবেন বাংলাদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরি। তাতে চলতি মৌসুমের বাকি অংশের জন্য তিনি ধারে যোগ দিতে পারেন চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে। ব্রিটিশ গণমাধ্যমের ভাষ্যমতে, দুই পক্ষের মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত।

হামজাকে খেলাতে পারছে না লেস্টার। তারই ধারাবাহিকতায় চলতি সপ্তাহের এফএ কাপের ম্যাচেও পুরোটা সময় সাইডবেঞ্চে বসে পার করেছেন তিনি। তবে শুধু এই ম্যাচে না, প্রিমিয়ার লিগের ম্যাচেও টিম কম্বিনেশনের কারণে হামজাকে মাঠে নামার সুযোগ দিতে পারছে না লেস্টার সিটি। যে কারণে লেস্টার ছাড়ছেন ২৭ বছর বয়সী এ বাংলাদেশি।

এদিকে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের ক্লাব শেফিল্ডের নজরে অনেক দিন ধরেই ছিলেন হামজা। কেননা চ্যাম্পিয়নশিপে থাকা ক্লাবটির লক্ষ্য হলো আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে ফিরে আসা। যেখানে তাদের দাবার গুটি হতে পারে হামজা।

চ্যাম্পিয়নশিপে বর্তমানে ৪৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে শেফিল্ড, দলের পারফর্মেন্সে উন্নতি করতে চাইলে হামজার মতো খেলোয়াড়দের বিকল্প নেই। তাই তাকে দলে ভিড়িয়েছে তারা।

অন্যদিকে ২০১৬ সালের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটি চলতি মৌসুমে টেবিলের ১৯তম স্থানে আছে। যেখানে অবনমন এড়াতে না পারলে তাদেরও চ্যাম্পিয়নশিপে খেলতে হবে আগামী মৌসুমে।

এ সম্পর্কিত আরও খবর