রাগে টেনিস কোর্টেই র‌্যাকেট দিয়ে ভাঙলেন ক্যামেরা

টেনিস, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2025-01-14 20:53:26

টেনিস কোর্টেই র‌্যাকেট ভাঙ্গার ঘটনা নতুন কিছু নয়। খেলোয়ারদের রাগে-ক্ষোভে হরহামেশাই এটা করতে দেখা যায়। তবে আজ রাগটা একটু বেশি দেখালেন দানিল মেদভেদেভ। অস্ট্রেলিয়ান ওপেনে রড লেভার অ্যারেনায় রুশ তারকা নিজের র‌্যাকেট তো ভেঙেছেনই, চুরমার করেছেন নেটে লাগানো ক্যামেরাও।

অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডের ঘটনা এটা। পঞ্চম বাছাই মেদেভেদেভ তখন বিশ্বের ৪১৮ নম্বর খেলোয়াড় কাসিদিত সামরেজের চেয়ে ৪০-১৫ পয়েন্টে পিছিয়ে। সামরেজের একটি শট নেটে লেগে গতিপথ পাল্টালে ভারসাম্য হারিয়ে ফেলেন মেদভেদেভ। সেই শট যে কোনো ভাবে ফেরালেও সামরেজের ফিরতি শটে পরাস্ত হন মেদভেদেভ। এরপরই নেটের কাছে গিয়ে সর্বোচ্চ শক্তিতে র‌্যাকেট দিয়ে ক্যামেরার দিকে পাঁচবার আঘাত করেন মেদভেদেভ। এতে তার র‌্যাকেট তো ভাঙেই, ক্যামেরাটাও ভেঙে যায়। এরপর কিছুক্ষণ ম্যাচে বিরতি দেওয়া হয় যাতে নেট পুনরায় খেলার উপযোগী করা যায়।

মেদভেদেভ গত নভেম্বরের পর এবারই প্রথম মাঠে নামলেন। ম্যাচশেষে মেদভেদেভ বলেন, ‘২য় এবং ৩য় সেটে আমি বলই লাগাতে পারছিলাম না ভালো করে। জানিনা কি হয়েছিল আমার। আমি বুঝতে পারছিলাম না কি করবো। আমি তার খেলা আগেও দেখেছি কিন্তু এত ভালো খেলতে কখনো দেখিনি।’

ম্যাচটা অবশ্য মেদভেদেভ জিতে নেন ৬-২, ৪-৬, ৩-৬, ৬-১, ৬-২ গেমে। এর আগে তিনবার অস্ট্রেলিয়া ওপেনের ফাইনাল খেলেছেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর