ঢাকা ক্যাপিটালসের ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বরিশালের ইনিংস শুরু করেছেন তামিম ইকবাল। প্রথম ওভারে মোস্তাফিজুর রহমানের করা ৫ বল খেলে ৬ রান করেন তামিম।
শান্তকে সঙ্গে নিয়ে ইনিংস শুরু করলেও দ্বিতীয় ওভারের জায়েদ খানের তৃতীয় বলে আউট হয়ে ফেরেন শান্ত। এরপর তামিমের সঙ্গে ব্যাটিংয়ে যোগ দেন ডেভিড মালান।
চার ওভার শেষে বরিশালের সংগ্রহ দাঁড়িয়েছে ১ উইকেটে ৩১ রান। তামিম ১৫ বল খেলে করেছেন ১৫ রান। এর আগে ১৯.৩ ওভারে ১৪০ রান করে ঢাকা ক্যাপিটালস। সেই লক্ষ্য তাড়া করতেই মাঠে নামে বরিশাল।
এদিকে সন্ধ্যা সাড়ে ৬টায় ঘরের মাঠে খুলনা টাইগার্সকে আতিথ্য দেবে টেবিলের দুই নম্বরে থাকা চিটাগং কিংস। টানা তিন জয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে চট্টগ্রামের দলটি। আসরে তাদের একমাত্র হার খুলনার বিপক্ষে। এবার ঘরের মাঠে প্রতিশোধের মিশনে নামবে শামীম-ইমনরা। বিপরীতে ৫ ম্যাচে ২ জয়ে টেবিলের চারে খুলনা টাইগার্স।