সাকিবকে টপকে গেলেন তামিম

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

তামিম ইকবাল-সাকিব আল হাসান

তামিম ইকবাল-সাকিব আল হাসান

ঢাকা ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়েছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। এদিন ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক তামিম। খেলেছেন ৪৮ বলে ৬১ রানের দূর্দান্ত ইনিংস। আর এই জয়ের দিনেই রেকর্ড করেছেন সদ্য জাতীয় দল থেকে অবসর নেওয়া তামিম। বিপিএলে বরিশালের হয়ে সর্বোচ্চ অর্ধশতক করায় সাকিব আল হাসানকে পিছনে ফেলেছেন তামিম।

চলতি বিপিএলে আজ ঢাকার বিপক্ষে তামিম তুলে নিয়েছেন তার দ্বিতীয় অর্ধশতক। বরিশালের জার্সিতে এটি সপ্তম অর্ধশতক। বরিশালের হয়ে সাকিবের অর্ধশতক ছিল ৬ টি। বরিশালের জার্সিতে ২২ ম্যাচ খেলে এই রেকর্ড করেছিলেন তিনি। সাকিবের থেকে তামিম ৮ ম্যাচ বেশি খেলেছেন।

বিজ্ঞাপন

শুধুমাত্র অর্ধশতকেই যে তামিম রেকর্ড করলেন এমনটা নয়। বরিশালের প্রথম খেলোয়ার হিসেবে দলটির হয়ে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম। ম্যাচ শুরুর আগে রেকর্ডটি করতে তামিমের প্রয়োজন ছিল মাত্র ৩ রান। ইনিংসের প্রথম ওভারেই এ মাইলফলক ছুঁয়েছেন তিনি। ৬৫৯ রান নিয়ে দলটির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক সাকিব।

বরিশালের হয়ে তামিমের রানসংখ্য়া এখন ১০৫৮। ৩৮.৪৪ স্ট্রাইক রেটে এবং ১২৬ স্ট্রাইকরেটে এ রান করেন তিনি। চলতি আসরে তার দল বরিশাল ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে।

বিজ্ঞাপন