রোহিতের পাকিস্তান সফর নিয়ে যা বলছে পিসিবি

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-16 16:18:37

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা-এমন একটা গুঞ্জন ছিল। এবার রোহিত নিয়ে মন্তব্য করেছে খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবি জানিয়েছে, আইসিসিকে তারা জানিয়ে দিয়েছেন পাকিস্তানেই হবে উদ্বোধনী অনুষ্ঠান। তাতে সম্মতি দিয়েছে আর্ন্তজাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ কারণেই ভারত অধিনায়ককে পাকিস্তানে যেতে হবে এটা একপ্রকার নিশ্চিত। তাই রোহিত শর্মার ভিসা যাতে দ্রুততম সময়ে পেয়ে যায় সেটা নিয়ে পাকিস্তান সরকারের কাছ থেকে সবুজ সিগনাল পেয়েছে পিসিবি।

শোনা যাচ্ছে ১৬ কিংবা ১৭ ফেব্রুয়ারি হতে পারে উদ্বোধনী অনুষ্ঠান। নিয়মানুযায়ী সেই অনুষ্ঠানে প্রত্যেক দলের অধিনায়ককে উপস্থিত থাকতে হয়। এখন রোহিতকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হবে কি না, সেটাই বড় প্রশ্ন।

কারণ ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক উত্তেজনায় সরকারি অনুমতি ছাড়া এটা সম্ভব নয়। ভারতীয় সংবাদ মাধ্যমেরর খবর-একটা মহল মনে করছে, টিম যেখানে পাকিস্তানে খেলতে যাচ্ছে না, সেখানে অধিনায়ক কী করে যাবেন? তবে এই বিষয়ে বিসিসিআইয়ের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের জন্য আট দেশ দল ঘোষণা করলেও এখনো দল ঘোষণা করেনি টিম ইন্ডিয়া। তাদের দল ঘোষণা হতে পারে ১৮ বা ১৯ জানুয়ারি। তারপরই রোহিতের বিষয়ে জানা যাবে। সদ্য সমাপ্ত বর্ডার-গাভাস্কার ট্রফিতে ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন রোহিত।

এ সম্পর্কিত আরও খবর