বিশ্বকাপের দল নিয়ে মাশরাফির মতামত

ক্রিকেট, খেলা

স্পেশাল করেপসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-31 02:56:41

সবার আগে একটা বিষয় মাশরাফি বিন মতুর্জা পরিস্কার জানিয়ে দিলেন-‘বিশ্বকাপের দল নির্বাচনের এই অংশে আমি অবশ্যই নেই। আগেও ক্লিয়ার করেছি, এখনো করছি। দল নির্বাচন আমার হাতে নেই।’

অধিনায়ক সামনের বিশ্বকাপের ১৫ জনের দল নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে হয়তো নেই। কিন্তু দলটা কেমন হওয়া উচিত? কেমন খেলোয়াড়দের থাকা উচিত? চলতি পারফরম্যান্স নাকি অভিজ্ঞতা-কোনটা বেশি অগ্রাধিকার পাওয়া উচিত? এমনতর প্রশ্ন ইদানিং তাকে হরদমই শুনতে হচ্ছে। সেই প্রশ্নের কৌতুহলও মেটালেন মঙ্গলবার। একটি বানিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে স্পন্সর চুক্তি সই-এর অনুষ্ঠানে এসব প্রসঙ্গে নিজের মতামত ও অবস্থান জানালেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

অধিনায়কের এই ব্যাখার সঙ্গে আবার জাতীয় দলের নির্বাচকদের চিন্তা-ভাবনা প্রায় পুরোপুরি বিপরীতমুখি! বিশ্বকাপ শুরুর মাত্র দু’মাস আগে উভয় পক্ষের মধ্যে এই ভিন্নতা সুখকর কোন বার্তা দিচ্ছে না নিশ্চয়ই!

বিশ্বকাপের দল গঠন প্রসঙ্গে কিছুদিন আগে জাতীয় দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছিলেন-‘অভিজ্ঞতার চেয়ে ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরমেন্সকেই অধিকতর মুল্যায়ন করা হবে।’

বিসিবির টিম অপারেশন্স কমিটির চেয়ারম্যান সাবেক অধিনায়ক আকরাম খান বিশ্বকাপের দল গঠন প্রসঙ্গে মঙ্গবার বলছিলেন-‘বিশ্বকাপের জন্য টিম কিন্তু প্রায় সেট করা। ১৫ জনের মধ্যে থেকে হয়তো ১৩/১৪ জন নির্ধারিত হয়েই আছে। একটা জায়গায় হয়তো এই (ঢাকা প্রিমিয়ার লিগ) পারফরমেন্স গননা করা হবে। নিঃসন্দেহে নির্বাচকরা বিপিএল এবং ঢাকা লিগের পারফরমেন্স তো কাউন্ট করবেনই।’

আর অধিনায়ক মাশরাফি বলছেন-‘যে ১৫ জনই বিশ্বকাপের দলে আসুক না কেন, তারা পারফর্ম করে আসছে কিনা, সেটি বিষয় না। তাছাড়া আমি ঢাকা লিগ নিয়েও তেমন কনসার্ন না। এখানে অনেকবার আমি দেখেছি যে মানুষ দিনের পর দিন সেঞ্চুরি হাঁকিয়েও আর্ন্তজাতিক ক্রিকেটে গিয়ে স্ট্রাগল করছে। আবার এখানে (ঘরোয়া ক্রিকেটে) খারাপ করেও দেখা গিয়েছে ওভানে যেয়ে আমরা ভালো করেছি। তাই আকাশ-পাতাল ব্যবধান দুটি জায়গার মধ্যে।

-কেন এই পরিস্থিতি হয়? তার কারণ ব্যাখায় মাশরাফির বিশ্লেষণের নির্যাস হলো; উইকেটে ভিন্নতা, সংকল্প-ইচ্ছেশক্তিতে কমতি এবং ক্রিকেটীয় উত্তাপ বা তীব্রতায় আর্ন্তজাতিক ক্রিকেটের সঙ্গে ঘরোয়া ক্রিকেটের খামতি।

-তাহলে এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি?

মাশরাফির ব্যাখা এই প্রশ্নেও খুব পরিস্কার-‘আমার কাছে মনে হয় মানসিকতা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। মানসিকভাবে প্রস্তুত কিনা এবং এটার সঙ্গে সেই ক্রিকেটার সাফল্যের জন্য নির্দিষ্টভাবে কি করছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় বিশ্বকাপ পুরোপুরি মানষিক খেলা। দেখা গেলো এখানে প্রতি ম্যাচে ৫/৬টি করে উইকেট পেয়েও ওখানে দেড়মাসের বিশ্বকাপে খেলতে গিয়ে আপনি স্ট্রাগল করতে পারেন। তাই বিশ্বকাপের জন্য মানষিকভাবে কোন খেলোয়াড় কতখানি তৈরি সেটাই গুরুত্বপূর্ণ। সুতরাং মানষিকভাবে প্রস্তুত মানে আপনিও প্রস্তুত।’

তবে তার এই মতামতের কেউ যেন কোন ভুল ব্যাখা না করেন সেজন্য মাশরাফি মন্তব্য-‘যারা এখন রান করছে, বা ভালো করছে, সেটি নির্বাচক প্যানেল ঠিক করবে যে কারা যাবে (বিশ্বকাপে) আর কারা যাবে না।’

এ সম্পর্কিত আরও খবর