ফ্রান্সে পিএসজি, প্রিমিয়ার লিগে লিভারপুল

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-11 14:11:00

আরেকটি লিগ ওয়ান শিরোপা জয়ের পথে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। অবশ্য রোববার রাতে তুলজের বিপক্ষে জিততে বেশ বেগ পেতে হয়েছে ফেভারিটদের। শেষ অব্দি কিলিয়ান এমবাপের গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে পিএসজি।

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের পথে এগিয়ে যাচ্ছে লিভারপুল। যদিও অনায়াসে জিততে পারেনি এই ক্লাবটিও। রোববার রাতে শেষ মুহূর্তে আত্মঘাতী গোলই টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে তিন পয়েন্ট এনে দিয়েছে অলরেডদের।

অ্যানফিল্ডে ২-১ গোলের জয়ে ফের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে লিভারপুল।

ফরাসি লিগে পিএসজির শিরোপা ধরে রাখাটা এখন সময়ের ব্যাপার মাত্র। কারণ পয়েন্ট টেবিলে দুর্দান্ত দাপট দলটির। নেইমারকে ছাড়াই চেনা ছন্দে তারা। রোববারের জয়ে পিএসজির পয়েন্ট ২৯ ম্যাচে ৮০। দ্বিতীয় স্থানে থাকা লিলের চেয়ে ২০ পয়েন্ট এগিয়ে আছে জায়ান্টরা।

এদিন কিলিয়ান এমবাপের গোলেই রক্ষা। খেলার ৭৪তম মিনিটে এসে নিশানা খুঁজে নেন ফরাসি এই মহাতারকা। অবশ্য এমবাপে নিজেই এর আগে একাধিক সুযোগ হাতছাড়া করেন। দলের অন্য ফুটবলাররা সুযোগগুলো কাজে লাগাতে পারলে দল আরো বড় ব্যবধানেই জিততে পারতো।

এদিকে টটেনহ্যামের বিপক্ষে শুরুতেই এগিয়ে গিয়েছিল লিভারপুল। কিন্তু রবের্তো ফিরমিনোর সেই গোল ধরা রাখা যায়নি। দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ে পয়েন্ট হারানোর শঙ্কায় থাকা দলটি সৌভাগ্যের পরশে হাসিমুখে মাঠ ছাড়ে। প্রতিপক্ষের আত্মঘাতী গোল হাসি ফোটায় ভক্তদের মুখে।

খেলার ১৬তম মিনিটে সতীর্থ অ্যান্ড্রু রবার্টসনের ভাসানো ক্রসে লাফিয়ে উঠে মাথা ছুঁইয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনো। এগিয়ে যায় লিভারপুল। এরপর ৭০তম মিনিটে সমতায় ফেরায় টটেনহ্যাম। লুকাস মউরা গোল দুশ্চিন্তায় ফেলে দেয় লিভারপুলকে।

তবে টটেনহ্যামই সেই দুশ্চিন্তা থেকে মুক্তি দেয় ফেভারিটদের। ৮৯ মিনিটে মোহাম্মদ সালাহর হেড আটকে দেন গোলকিপার উগো লরিস। তবে বল ক্লিয়ার করতে পারেন নি। ফিরতি বল টটেনহ্যামেরই ডিফেন্ডার টবি আল্ডারভাইরেল্ডের পায়ে লেগে চলে যায় নিজেদেরই জালে!

এই জয়ে ৩২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে ফের লিভারপুল। ৭৭ পয়েন্ট নিয়ে এরপরই আছে ম্যানচেস্টার সিটি। ৬১ পটয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে টটেনহ্যাম। সমান পয়েন্ট ম্যানচেস্টার ইউনাইটেডের।

এ সম্পর্কিত আরও খবর