শেষ ওভারে জিতে মোহামেডান সুপার লিগে

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-27 16:21:44

ম্যাচের শেষ ওভারের পঞ্চম বল পর্যন্ত অপেক্ষায় থাকতে হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। শেষ ওভারে জয়ের লক্ষ্য ৯ রান। অক্ষত মাত্র এক উইকেট! কঠিন কাজটা সহজ করে দিলেন দলের দুই বোলার কাজী অনিক ও সাকলাইন সজীব। মোহামেডান ম্যাচ জিতলো এক উইকেটে। তাও আবার ম্যাচের ৪৯.৫ ওভারে। দারুণ উৎকণ্ঠায় ডাগআউটে দাড়িয়ে নখ খুঁটতে থাকা মোহামেডানের কর্তারা যেন হাঁফ ছেড়ে বাঁচলেন; দল সুপার লিগের টিকিট পেলো এই নাটকীয় জয়ে।

লিগের ষষ্ঠ ও শেষ দল হিসেবে মোহামেডান সুপার লিগে উঠে এল। ১১ ম্যাচে পাঁচ হার ও ছয় জয়ে মোহামেডানের সঞ্চয় ১২ পয়েন্ট।

ফতুল্লায় টসে জিতে সকালে বিকেএসপি সাত উইকেটে ২৪৯ রান করে। জবাব দিতে নামা মোহামেডান উড়ন্ত সূচনা করে। লিটন দাস ও ইরফান সুকুরের ওপেনিং জুটিতে ১৬.৩ ওভারে যোগ হলো ৭১ রান। ৫৬ বলে ৪১ রান করে ফিরলেন সুকুর। লিটন দাসের ব্যাটে ছয়টি বাউন্ডারিতে ৫৭ বলে ৫৩ রানের ইনিংস জাতীয় দলের নির্বাচকদেরও কিছুটা স্বস্তি দিচ্ছে। বিশ্বকাপের আগেভাগে লিটন দাসের ব্যাটে ভাল ফর্ম দেখার দাবি তুলেছেন তারা।

দলের ১১৬ রানে লিটন দাস বিদায় নিলে মোহামেডানকে সুপার লিগে তোলার দায়িত্ব কাঁধে নিয়ে ব্যাট করেন অভিষেক মিত্র ও রকিবুল হাসান। তবে এই দুজনের কেউ ফিনিশারের দায়িত্ব পালন করতে পারলেন না। অভিষেক ৬৯ বলে ৬৫ রান করে ফিরলেন। রকিবুল হাসান উইকেটে সেট হয়ে আউট হলেন ৩৫ রানে। অধিনায়ক নাদিফ চৌধুরী ও মোহাম্মদ আশরাফুল লিগে আরেক দফা ব্যাট হাতে ব্যর্থ। নাদিফ কোনো রানই করতে পারলেন না। আশরাফুল আউট হলেন তিন রান করে।

 শেষ আট ওভারে মোহামেডানের জয়ে প্রয়োজন দাঁড়ায় ৪২ রানের। হাতে অক্ষত পাঁচ উইকেট। কিন্তু শেষের দিকে আরেকবার মিনি ধস নামে মোহামেডানের ব্যাটিংয়ে। রজত ভাটিয়া, সোহাগ গাজী শেষের হিসেব মেটাতে পারেননি।

ম্যাচের শেষ দুই ওভারে প্রয়োজন কমে দাড়ালো ১৫ রানে।  চমৎকার বোলিংয়ের পর রাহাতুল ফেরদৌস ব্যাট হাতেও দলের জয়ের কাজটুকু সম্পন্ন করার পথে ছিলেন। কিন্তু ৪৯ নম্বর ওভারে তিনিও তাড়াহুড়ো করে রান নিতে গিয়ে রান আউট হয়ে ফিরেন। শেষ ওভারের তৃতীয় বলে কাজী অনিক এবং পঞ্চম বলে সাকলাইন সজীব বাউন্ডারি হাঁকিয়ে মোহামেডানের টেনশন দুর করেন।

সংক্ষিপ্ত স্কোর: বিকেএসপি: ২৪৯/৭ (৫০ ওভারে, আমিনুল ৬০, শামীম ৪৯, আকবর ৩৮, পারভেজ হোসেন ৩৮, রাহাতুল ফেরদৌস ৩/৩৭, ভাটিয়া ২/৪৮)। মোহামেডান: ২৫২/৯ (৪৯.৫ ওভারে, লিটন ৫৩, ইরফান ৪১, অভিষেক ৬৫, রকিবুল হাসান ৩৫, হাসান মুরাদ ৪/৩০)। ফল: মোহামেডান এক উইকেটে জয়ী। ম্যাচ সেরা: অভিষেক মিত্র।

এ সম্পর্কিত আরও খবর