ব্রাজিলের নেতৃত্ব হারালেন নেইমার

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-08-22 15:25:04

সময়টা সত্যিকার অর্থেই খারাপ যাচ্ছে নেইমারের। কোপা আমেরিকা শুরুর আগে আরেকটি দুঃসংবাদ পেলেন এই প্লেমেকার। ব্রাজিল দলের অধিনায়কত্ব হারালেন তিনি। তার বদলে দলকে নেতৃত্ব দেবেন আরেক অভিজ্ঞ তারকা দানি আলভেস।

আগামী মাসে ঘরের মাঠে কোপা আমেরিকা খেলতে নামবে ব্রাজিল। তার আগে এক বিবৃতিতে ব্রাজিলের ফুটবল ফেডারেশন (সিবিএফ) অধিনায়ক বদলের খবরটি জানিয়েছে।

৫ জুন কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়েই নেতৃত্বে আসবেন আলভেস।

প্রায় বছর খানেক ধরেই ব্রাজিলের নেতৃত্বে ছিলেন নেইমার। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ের পরই জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। কিন্তু এবার ব্রাজিল কোচ তিতে তাকে সরিয়ে দিয়েছেন।

এমনিতে বাজে সময় কাটাচ্ছেন নেইমার। লিগ ওয়ান ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তিনটি করে ম্যাচে নিষেধাজ্ঞায় আছেন তিনি। ফরাসি কাপের ফাইনালে সমর্থকের সঙ্গে বাজে আচরণ ও চ্যাম্পিয়ন্স লিগে হারের পর রেফারির সিদ্ধান্ত বাজে মন্তব্য করে ফেঁসেছেন নেইমার।

১৪ জুন সকালে কোপা আমেরিকার লড়াই শুরু। উদ্বোধনী ম্যাচে বলিভিয়ার সঙ্গে লড়বে ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা থাকছে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ বলিভিয়া, পেরু ও ভেনেজুয়েলা।

এ সম্পর্কিত আরও খবর