‘লোকজন ভালোটা ভুলে খারাপটা মনে রাখে’

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 04:35:47

ইংল্যান্ডের বিপক্ষে লজ্জাজনক এক রেকর্ডের মালিক বনে গেছেন রশিদ খান। ৯ ওভারে ১১০ রান দিয়ে বিশ্বকাপের সবচেয়ে খরুচে বোলার এখন তিনি। বাজে বোলিং আর বড় ব্যবধানে দলের হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আফগান এ স্পিন জাদুকরের বিরুদ্ধে বইয়ে যাচ্ছে সমালোচনার ঝড়। বোলিং ফিগার নিয়ে আফগান এ মেগাস্টারকে টুইটারে খোঁচা দিতে ভুলেনি আইসল্যান্ড ক্রিকেট বোর্ডও।

তবে রশিদ এসব সমালোচনাকে পাত্তা দেন না। সমালোচকদের জবাব দিতে তা জানিয়েও রাখলেন তিনি, ‘ওই ম্যাচ নিয়ে এখন আমার কোনো ভাবনা নেই। লোকজন আপনার দশটি দুর্দান্ত দিনের কথা ভুলে যাবে, কিন্তু একটি খারাপ দিনের কথা কখনো ভুলবে না। রশিদের আগের অর্জন মনে রাখেনি তারা।’

বিশ্বকাপে আফগানিস্তানের সময়টা মোটেই ভালে যাচ্ছে না।  টানা পাঁচ ম্যাচ হেরে পয়েন্ট তালিকার তলানিতে এখন তারা।  জাতীয় দলের সঙ্গে সময়টা খারাপ যাচ্ছে রশিদেরও।  ৬৪ ওয়ানডেতে ১২৮ উইকেট শিকারি রশিদ বিশ্বকাপে এখন পর্যন্ত নিয়েছেন মাত্র ৩ উইকেট। 

তবে ফর্মে ফিরতে মরিয়া হয়ে আছেন এ সুপাস্টার, ‘গেল ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করছি। সমস্যাগুলোকে জটিল মনে না করে তা স্বাভাবিক উপায়ে সমাধানের চেষ্টা করে যাচ্ছি।’

বিশ্বকাপে আফগানিস্তানের এমন দুরবস্থা কেন? কারণ হিসেবে জায়ান্ট দলগুলোর বিপক্ষে খেলার অভিজ্ঞতা কমতিকেই দায়ী করেছেন এ তারকা বোলার।

এনিয়ে রশিদ বলেন, ‘অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে আমাদের খেলার সুযোগ কম।  তাই বিশ্বকাপের মতো মেজর টুর্নামেন্টে এই দলগুলোর বিপক্ষে মাঠের লড়াইয়ে সমস্যা দেখা দেওয়াটা স্বাভাবিক।  আর ভালো ফল প্রত্যাশা তো বোকামি।  তারপরও আমাদের কঠোর পরিশ্রম করে যেতে হবে।  নিজেদের পারফরম্যান্সে উন্নতি আনতে হবে।’

আজ সাউদ্যাম্পটনের রোজ বোলে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় অধিনায়ক বিরাট কোহলির ভারতের বিপক্ষে ফের মাঠে নামছে রশিদের দল।

এ সম্পর্কিত আরও খবর