ডেনলি-স্টোকসের ব্যাটে জয়ের স্বপ্ন দেখছে ইংল্যান্ড

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-22 13:01:45

ওভাল টেস্টের চালকের আসনে এখন ইংল্যান্ড। প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার জন্য ম্যাচ জেতা এক রকম অসম্ভবই করে তুলেছে স্বাগতিকরা। পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে এখন সমতায় ফেরার সুবাস পাচ্ছে ক্যাপ্টেন জো রুটের দল। জো ডেনলি ও বেন স্টোকসের ব্যাটে তৃতীয় দিন শেষে ৩৮২ রানের লিড নিয়ে ফেলেছে ইংলিশ শিবির। হাতে এখনো দুই উইকেট রয়েছে।

মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন জো ডেনলি (৯৪)। বেন স্টোকস সাজঘরে ফেরেন ৬৭ রান করে। আর জস বাটলার দলীয় স্কোরে যোগ করেন ৪৭। তৃতীয় দিন শেষে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে তুলেছে ৩১৩ রান।

জোফরা আর্চার (৩ ব্যাটিং) ও জ্যাক লিচ (৫ ব্যাটিং) এখনো উইকেটে টিকে আছেন।

অস্ট্রেলিয়ার নাথান লায়ন নেন ৩ উইকেট। দুটি করে উইকেট শিকার করেন পিটার সিডল ও মিচেল মার্শ।

এর আগে কোনো উইকেট না হারিয়ে ৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড।

অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ২৯৪ রানের জবাবে সফরকারী অস্ট্রেলিয়া সংগ্রহ করে ২২৫ রান।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড প্রথম ইনিংস: ২৯৪/১০ ও ৩১৩/৮ ব্যাটিং (ডেনলি ৯৪, স্টোকস ৬৭ ও বাটলার ৪৭; লায়ন ৩/৬৫, মার্শ ২/৪০ ও সিডল ২/৫২)

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ২২৫/১০ (স্মিথ ৮০, লাবুশেন ৪৮; আর্চার ৬/৬২, কুরান ৩/৪৬)

 

 

 

এ সম্পর্কিত আরও খবর