মাঠে না নামায় কেউ পেল না ১.৫ লাখ ডলার
ওয়েস্ট ইন্ডিজের সুপার ৫০ কাপের ফাইনালে অভূতপূর্ব এক ঘটনার অবতারণা ঘটেছে। ফাইনালের দুই দল বার্বাডোস প্রাইড ও জামাইকা স্করপিয়ন্সের কেউই মাঠে নামতে রাজি হয়নি। যার ফলে ব্রায়ান লারা স্টেডিয়ামে কোনো চ্যাম্পিয়নও ঘোষণা করতে পারেনি উইন্ডিজ ক্রিকেট বোর্ড।
ম্যাচটি মাঠে গড়ানোর কথা গত শনিবার স্থানীয় সময় দুপুর ১টায়। তবে ৫০ ওভারের এই ম্যাচ বৃষ্টির কারণে নেমে আসে ২০ ওভারে। বিকেল ৬টা ১৭ মিনিটে ম্যাচ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং টস বিকেল ৬টায় নির্ধারিত হয়। তবে টসের সময় দুই দলের অধিনায়কের একজনও উপস্থিত হননি।
আয়োজকদের এক বিবৃতিতে বলা হয়, ‘আম্পায়ার ও ম্যাচ রেফারি খেলাকে নিরাপদ ঘোষণা করলেও দুই দল নিরাপত্তার কারণে মাঠে নামতে অস্বীকৃতি জানায়। ফলে, নির্ধারিত সময় পেরিয়ে গেলে ম্যাচটা বাতিল হয়ে যায়। কোনো দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা সম্ভব হয়নি।’
এই টুর্নামেন্টের ফাইনালের দুই দলের জন্য প্রাইজমানি বরাদ্দ ছিল ১.৫ লাখ মার্কিন ডলার। চ্যাম্পিয়ন দল পেত ১ লাখ, রানার্স আপের ভাগে যেত ৫০ হাজার ডলার। তবে দুই দলই ফাইনাল বয়কট করায় এই প্রাইজমানির পুরোটাই রয়ে গেল উইন্ডিজ ক্রিকেটের কোষাগারে।
বার্বাডোস প্রাইড সেমিফাইনালে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো রেড ফোর্সকে ১৫৩ রানে হারিয়ে ফাইনালে উঠে আসে। অন্যদিকে, জামাইকা স্করপিয়ন্স লিউয়ার্ড আইল্যান্ডস হারিকেনসকে ১০৭ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়।
এভাবে দুই ফাইনালিস্টেরই ম্যাচ বয়কট করাটা এক নজিরবিহীন ঘটনা। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এখন এই অপ্রত্যাশিত ঘটনার পর টুর্নামেন্টের নিয়মাবলী পুনর্বিবেচনার ঘোষণা দিয়েছে।