সাকিবদের জিম্বাবুয়ে পরীক্ষার সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ রোমাঞ্চ

বিবিধ, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 06:42:43

দুই দিনের বিরতি শেষে ফের মাঠে গড়াচ্ছে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ। আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রামে বাংলাদেশের প্রতিপক্ষ আজ জিম্বাবুয়ে।

একমাত্র টেস্টে রশিদ খানদের কাছে হারের পর জিম্বাবুয়েকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেলেও টি-টুয়েন্টিতেও একই প্রতিপক্ষের কাছে হারে কিছুটা হলেও হতাশ টাইগাররা। হ্যামিল্টন মাসাকাদজাদের হারিয়ে সেই হতাশা ঝেড়ে ফেলতে চায় সাকিব আল হাসানের দল।

চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়াম থেকে সিরিজে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় ম্যাচ সরাসরি টিভিতে দেখা যাবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে।

সন্ধ্যা সাড়ে ৭টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচ খেলতে নামছে অধিনায়ক বিরাট কোহলির দল। প্রথম ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টির হানায়।

রাতে ফুটবল প্রেমীদের জন্য অপেক্ষা করছে চ্যাম্পিয়ন্স লিগের লড়াই। অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে আতিথ্য নিতে যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস। পিএসজির মাঠ সফরে যাচ্ছে কোচ জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ।

থাকছে বায়ার্ন মিউনিখ-রেড স্টার, অলিম্পিয়াকোস-টটেনহ্যাম ও শাখতার দোনেৎস্ক-ম্যানসিটির মধ্যকার ম্যাচও।

ক্রিকেট প্রেমীদের জন্য সাজানো রয়েছে টি-টুয়েন্টি রোমাঞ্চের পসরা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) জমজমাট প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে। জ্যামাইকা খেলবে গায়ানার বিপক্ষে।

থাকছে কাবাডির লড়াইও। প্রো-কাবাডি লিগের ম্যাচ দর্শকরা টেলিভিশনের পর্দায় সরাসরি উপভোগ করতে পারবেন রাত ৮টা থেকে।

চলুন দেখে নেই বুধবার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-

ক্রিকেট
ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ
বাংলাদেশ-জিম্বাবুয়ে
সন্ধ্যা সাড়ে ৬টা
বিটিভি, জিটিভি ও স্টার স্পোর্টস সিলেক্ট টু

ভারত-দক্ষিণ আফ্রিকা
দ্বিতীয় টি-টুয়েন্টি
সন্ধ্যা সাড়ে ৭টা
স্টার স্পোর্টস ওয়ান ও স্টার স্পোর্টস টু

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
জ্যামাইকা-গায়ানা
সরাসরি বৃহস্পতিবার সকাল ৬টা
স্টার স্পোর্টস টু

ফুটবল
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
ব্রাগ-গ্যালাতাসারে
সরাসরি রাত ১০টা ৫৫ মিনিট
সনি ইএসপিএন,

অলিম্পিয়াকোস-টটেনহ্যাম
সরাসরি রাত ১০টা ৫৫ মিনিট
সনি টেন টু, সনি টেন টু এইচডি

অ্যাটলেটিকো মাদ্রিদ-জুভেন্টাস
সরাসরি রাত ১টা
সনি টেন টু, সনি টেন টু এইচডি

বায়ার্ন মিউনিখ-রেড স্টার
সরাসরি রাত ১টা
সনি ইএসপিএন, সনি ইএসপিএন এইচডি ও সনি লাইভ

পিএসজি-রিয়াল মাদ্রিদ
সরাসরি রাত ১টা
সনি টেন ওয়ান, সনি টেন ওয়ান এইচডি ও সনি লাইভ

শাখতার দোনেৎস্ক-ম্যানসিটি
সরাসরি রাত ১টা
সনি সিক্স, সনি সিক্স এইচডি ও সনি লাইভ

কাবাডি
প্রো-কাবাডি লিগ
সরাসরি রাত ৮টা
স্টার স্পোর্টস ওয়ান

এ সম্পর্কিত আরও খবর