হ্যামস্ট্রিংয়ের চোটে ফাইনালে অনিশ্চিত রশিদ খান

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 21:44:36

দলের অধিনায়ক তিনি। একইসঙ্গে সেরা পারফরমারও। কিন্তু সেই ক্রিকেটারটিই ফাইনালে খেলতে পারবেন কীনা তা নিয়ে উত্তর মিলছে না। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে শনিবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি। ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়ে মাঠ ছাড়লেও পরে ফেরেন। তবে সাবলীল মনে হয়নি তাকে।

কোন রকমে বল করলেও উইকেট অবশ্য পেয়েছেন। কিন্তু ম্যাচ শেষে মাঠ ছাড়তেই জানা গেছে চোট একেবারে মামুলি নয়। আফগানদের টিম ম্যানেজার আব্দুর রহিম জাই শঙ্কার কথাই শুনিয়েছেন, ‘রশিদ ফাইনালে খেলবে কীনা সেটি আমি বলতে পারছি না। তবে এটা বলতে পারি ওর কিন্তু উন্নতি হচ্ছে। দেখা যায় পরিস্থিতি কী দাঁড়ায়!’

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চোট নিয়েই বোলিং করলেন রশিদ খান। প্রথম দুই ওভার ভাল করলেও এরপরের দুই ওভারে মুদ্রার অন্য পিঠ দেখতে হয়েছে তাকে। তার তৃতীয় ওভারে একটি ছয় ও দুটি চার হাঁকালেন সাকিব। বাংলাদেশও পেয়ে যায় জয়ের সহজ পথ। সত্যিকার অর্থে তখন পুরো ফিট ছিলেন না রশিদ।

হাতে অবশ্য সময় আছে। এ কারণেই আশাবাদী আফগানিস্তান দলের ম্যানেজার আব্দুল রহিম জাই। জানাচ্ছিলেন, ‘ওর ফিট হয়ে উঠার জন্য আমাদের হাতে এখনও দুই-তিনদিন সময় আছে। তাছাড়া ইনজুরি খুব একটা গুরুতর নয়। মঙ্গলবার সকাল পর্যন্ত রশিদকে পর্যবেক্ষণে রাখবো। এরপরই ওর ব্যাপারে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজম্যান্ট।’

মঙ্গলবার সন্ধ্যায় ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের ফাইনালে মিরপুরে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান।

এ সম্পর্কিত আরও খবর