মাঠে বসে ফুটবল খেলা দেখবে ইরানের মেয়েরা

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-21 04:22:54

ফুটবল খেলা দেখতে মাঠে যেতে পারবে ইরানের নারীরা। অক্টোবরে তেহরানে হতে যাওয়া বিশ্বকাপ বাছাই পর্বের ফুটবল ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করতে পারবেন দেশটির মেয়েরা। ইরানের তরফ থেকে ফিফাকে এমন নিশ্চয়তা দেওয়া হয়েছে। খবরটা নিশ্চিত করেছেন ফুটবল দুনিয়ার অভিভাবক সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো।

আইন অনুযায়ী দেশটির মেয়েরা মাঠে যেতে পারেন না। সেই আইন ভেঙে খেলা দেখতে মাঠে গিয়ে ছিলেন ইরানের এক নারী। এ অপরাধে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। প্রতিবাদে চলতি মাসে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেন ওই ফুটবল ভক্ত নারী। এ প্রেক্ষিতে মেয়েদের মাঠে বসে খেলা দেখার অনুমতি দিতে ইরানের ওপর চাপ দেয় ফিফা।

১০ অক্টোবর কম্বোডিয়ার বিপক্ষে ইরানের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে গত সপ্তাহে দেশটিতে যায় ফিফার কর্মকর্তারা। তখনই নারী দর্শকদের মাঠে উপস্থিতি নিয়ে আলোচনা হয়। ২০২২ কাতার বিশ্বকাপ বাছাই পর্বে ইরানের এটাই প্রথম হোম গেম।

নারী ফুটবল নিয়ে ফিফার এক কনফারেন্সে ইনফ্যান্তিনো বলেন, ‘মাঠে নারীদের উপস্থিতি আমাদের প্রয়োজন। সম্মানের সঙ্গেই কাজটি করা উচিত আমাদের। কিন্তু বল প্রয়োগ করে এটা করতে হচ্ছে। আমরা আর অপেক্ষা করতে পারব না।’

ইরানের বিষয়টি নিয়ে ইনফ্যান্তিনো বলেন, ‘আমাদের নিশ্চয়তা দেওয়া হয়েছে ইরানের আগামী আন্তর্জাতিক ম্যাচে দেশটির নারীরা ফুটবল স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন।’

ইরানের লিগসহ ঘরোয়া ফুটবল ম্যাচে নারীদের উপস্থিতি নিশ্চিত করতেও ফিফা কাজ করবে।

 

এ সম্পর্কিত আরও খবর