আগারওয়ালের শতকে রান পাহাড়ের চূড়ায় উঠছে ভারত

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 15:27:49

প্রথম টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান মায়াঙ্ক আগারওয়াল এবার সেঞ্চুরির দেখা পেয়েছেন দ্বিতীয় টেস্টেও। পুণেতে তার ব্যাটিং দৃঢ়তায় প্রথম ইনিংসে রান পাহাড়ের চূড়ায় উঠছে স্বাগতিক ভারত। প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ উইকেটে তাদের সংগ্রহ ২৭৩।

পুণেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি বিরাট কোহলিদের। দলীয় ২৫ রানেই হারিয়ে ফেলে হার্ড-হিটার ওপেনার রোহিত শর্মার উইকেট। তবে উইকেটের এক প্রান্ত আগলে রেখে ব্যাট হাতে স্বাগতিকদের এগিয়ে দেন অন্য ওপেনার আগারওয়াল।

ওয়ানডাউনে নামা চেতেশ্বর পূজারার সঙ্গে ১৩৮ রানের পার্টনারশিপ গড়ে ভারতকে বিপদমুক্ত করেন আগারওয়াল। সাজঘরে ফেরার আগে ১৯৫ বল খরচায় ১৬ চার ও ২ ছক্কায় ১০৮ রানের দাপুটে এক ক্রিকেটীয় ইনিংস খেলেন আগারওয়াল। ৯ চার ও এক ছক্কায় ৫৮ রান সংগ্রহ করেন পূজারা।

চতুর্থ উইকেটে ৭৫ রানের জুটি গড়ে ক্রিজে টিকে আছেন ক্যাপ্টেন বিরাট কোহলি (৬৩ ব্যাটিং) ও আজিঙ্কা রাহানে (১৮ ব্যাটিং)।

দ্বিতীয় টেস্টের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার একমাত্র সফল বোলার ক্যাগিসো রাবাদা। ৪৮ রান দিয়ে দিন শেষে ভারতের তিনটি উইকেটই শিকার করেছেন এ তারকা প্রোটিয়া পেসার।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত প্রথম ইনিংস: ২৭৩/৩, ৮৫.১ ওভার (আগারওয়াল ১০৮, কোহলি ৬৩ ব্যাটিং, পূজারা ৫৮; রাবাদা ৩/৪৮)

আরও পড়ুন-

বিরাটের পেছনে সৌরভ, সামনে ধোনি

 

এ সম্পর্কিত আরও খবর