বৃষ্টির কারণে প্রথম দুইদিন মাঠেই গড়ায়নি বল। অবশেষে তৃতীয় দিনে বরিশালের মাটিতে গড়ালো চারদিনের যুব আন্তর্জাতিক বাংলাদেশ-শ্রীলঙ্কা-অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের ম্যাচ। সোমবার বেলা আড়াইটায় বরিশাল নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বাংলাদেশ বনাম-শ্রীলঙ্কা-অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের মধ্যকার দুইদিনের টেস্টম্যাচ শুরু হয়।
খেলার শুরুতে টস করার জন্য মাঠে নামেন ম্যাচ রেফারী এএসএম রকিবুল হাসান, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক অমিত হাসান ও শ্রীলঙ্কা-অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের অধিনায়ক নিপুন ফেনান্ডো। টসে জিতে শ্রীলঙ্কান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।
বরিশাল স্টেডিয়ামে ৫৩ বছর পর এবারই প্রমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ শুরু হওয়ার কথা শুনে দুপুর ১২টা থেকে স্টেডিয়ামে ভীড় করেন বিভাগীয় শহরের ক্রীড়াপ্রেমীরা। টেস্ট ম্যাচটি দেখতে স্টেডিয়ামে প্রবেশে কোন টিকেটের প্রয়োজন হবে না শুনে স্টেডিয়ামের গ্যালারির কানায় কানায় পূর্ণ হয়ে যায় দর্শকে।
খেলা শুরু আগে বরিশালের ইতিহাসে প্রথমবারের মতো এই যুব আন্তর্জাতিক ক্রিকেট টেস্টম্যাচের আনুষ্ঠিক উদ্বোধন করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এসময় বরিশালের জেলা প্রশাসক ও জেলা ক্রিড়া সংস্থার সভাপতি এস এম অজিয়র রহমান,বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক আলমগীর খান আলো, বিসিবি’র সিনিয়র সিকিউরিটি কো অর্ডিনেটর, শামীম কালাম আজাদ ও সিকিউরিটি কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের বাংলাদেশ টিম ম্যানেজার সজল আহাম্মেদ চৌধুরী, ম্যাচ রেফারি রকিবুল হাসানসহ বিসিবির কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ম্যাচ রেফারি এ এস এম রকিবুল হাসান জানান, মঙ্গলবার নির্দিষ্ট সময়ের আধ ঘন্টা আগে শুরু হবে। সাড়ে নয়টার পরিবর্তে সকাল নয়টায় শুরু চতুর্থদিনের খেলা শুরু হবে।
১৯৬৬ সালে প্রায় ৩০ একর জায়গা জুড়ে শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের নামে বরিশাল স্টেডিয়ামটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার ৫৩ বছরে মধ্যে এবারই প্রথম কোনো বিদেশি দল প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে এসেছে বরিশালে।