বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ক্রিকেট থেকে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়ার পর তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানান তার স্ত্রী উম্মে আহমেদ শিশির।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সাকিবের নিষেধাজ্ঞার ঘোষণার পর রাত ৮টা ৪৫ মিনিটের দিকে তিনি ফেসবুকে এ প্রতিক্রিয়া জানান।
এক স্ট্যাটাসে তিনি লেখেন, 'রাতারাতি কিংবদন্তি হওয়া যায় না। তাদেরকে অনেক উত্থান পতনের মধ্য দিয়ে কিংবদন্তি হতে হয়। কঠিন সময় আসবে কিন্তু এটাকে শক্ত মনে আলিঙ্গন করতে হবে। আমরা জানি, সাকিব আল হাসান কতটা শক্তিশালী।'
তিনি আরও লেখেন, 'এটি একটি নতুন শুরুর শুরু। অন্য যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে সাকিব। সে ইনজুরির কারণে এর আগেও ক্রিকেট থেকে দূরে সরে গিয়েছিল কিন্তু আমরা দেখেছি সে কতটা শক্তিশালী হয়ে বিশ্বকাপে ফিরে এসেছে। এটা শুধু সময়ের ব্যাপার। আপনারা যে ভালোবাসা এবং সমর্থন দিয়েছেন এতে আমরা অভিভূত। এই একতাটাই আমাদের জাতি হিসেবে প্রয়োজন।'
উল্লেখ্য, আইসিসি সাকিব আল হাসানকে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ সব ধরনের ক্রিকেটে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। সাকিবের বিরুদ্ধে সবমিলিয়ে তিনটি অভিযোগ এনেছে আইসিসি। সাকিব এই তিনটি অভিযোগই স্বীকার করে নিয়েছেন।