রোহিত-কোহলির ভবিষ্যৎ কী
সদ্য শেষ বর্ডার-গাভাস্কার সিরিজ ৩-১ এ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। মূলত ব্যাটসম্যানদের ব্যর্থতায় এগিয়ে গিয়েও সিরিজ হেরেছে সফরকারী ভারতকে। তাতে লাল বলের ক্রিকেটে বিরাট ও রোহিতের দলে জায়গা নিয়ে উঠেছে প্রশ্ন।
কোচ গৌতম গম্ভীর এখন তোপের মুখে। এ অবস্থায় রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের সিদ্ধান্ত তাদের উপরই ছেড়ে দিয়েছেন তিনি। এ বিষয়ে গম্ভীর বলেন, ‘দেখুন, আমি তাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে পারিনা। এ সিদ্ধান্ত আমি তাদের উপরই ছেড়ে দিতে চাই।’
ভারত কোচ আরও যোগ করেন, ‘আসলে আমি শুধু এতটুকুই বলতে পারি যে তারা এখনও ভালো করার জন্য ক্ষুধার্ত। তারা দলের গুরুত্মপূর্ণ খেলোয়ার এবং আমি আশা করি দলকে তারা আরও সামনে এগিয়ে নিয়ে যাবে। তবে তারা যা ই পরিকল্পনা করুক না কেন সেটা দলের ভালোর জন্যই করবে বলে আশা করি।’
সিডনি টেস্টে হারের কারণ হিসেবে গম্ভীর দ্বিতীয় ইনিংসে অধিনায়ক যশপ্রীত বুমরাহ এর বোলিং করতে না পারাকে দায়ী করেননি। যদিও গোটা সিরিজ জুড়ে ফাস্ট বোলারদের সাফল্যে খুশি কোচ গম্ভীর। তিনি বলেন, ‘বুমরাহ থাকলে অবশ্যই ভালো হতো কিন্তু তার পরেও আমাদের ৫ জন বোলার ছিল, তাই কেবলমাত্র একজনের অনুপস্থিতিকে আমরা অযুহাত হিসেবে দেখতে পারিনা। আমরা সিরিজ হেরেছি এটা মেনে নিতে হবে।’
পুরো সিরিজজুড়ে ভারতের মাত্র ২ জন ব্যাটসম্যান সেঞ্চুরির দেখা পেয়েছেন। এ বিষয়ে গম্ভীর বলেন, ‘টেস্ট ক্রিকেটে আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে দিয়ে যাচ্ছি। ব্যাটসম্যানদের উন্নতি করতে হবে এবং আরও বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে। ২০/৩০/৪০ এর ঘরের রানগুলোকে বড় স্কোরের দিকে নিয়ে যেতে হবে।’
অবশ্য এরইমধ্যে রোহিত ইঙ্গিত দিয়েছেন আপাতত তার অবসর ভাবনা নেই!