সাকিব আল হাসান দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়ায় বাংলাদেশ ক্রিকেটের অপূরণীয় ক্ষতি হলো। তাই যার পর নাই হতাশ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে ক্রিকেট মাঠে ফেরার পথে সাকিবকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
সাকিবের সঙ্গে বৈঠক শেষে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের প্রত্যাশা, সাকিব আরো শক্তি ও প্রজ্ঞা নিয়ে মাঠে ফিরবে। এবং শাস্তি শেষে বাংলাদেশকে আরো অনেক দিন সেবা দিয়ে যাবে। নিষেধাজ্ঞা চলাকালে সাকিবের ক্রিকেটে ফেরার সব ধরনের প্রচেষ্টায় সহযোগিতা চালিয়ে যাবে বিসিবি।’
পাপন আরো যোগ করেন, ‘বিসিবি মর্মাহত এবং যারপরনাই হতাশ। কারণ সাকিবের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটার জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পেয়েও তা আইসিসিকে জানাতে পারেনি। এবং সেটা তিন তিনবার। সঙ্গে আমরা সন্তুষ্টও যে সাকিব আইসিসির দুর্নীতি বিরোধী শিক্ষা কার্যক্রমে অংশ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে।’