আইসিসি কর্তৃক সাকিব আল হাসানকে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ সব ধরনের ক্রিকেটে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এতে করে প্রাথমিকভাবে আগামী এক বছর প্রিয় সতীর্থের সঙ্গে মাঠে নামতে পারছেন না দলের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মঙ্গলবার (২৯ অক্টোবর) সাড়ে ৯টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিবকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দেন। যেখানে সাকিবের সঙ্গে মাঠে নামতে না পারার আক্ষেপ তুলে ধরেন মুশফিক।
তিনি লেখেন, 'আমরা ১৮ বছর ধরে এক সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে খেলেছি। এটা খুবই দুঃখজনক তোমাকে (সাকিব) ছাড়া মাঠে নামতে হবে। আমি আশা করি, সাকিব বীরের মতো ফিরে আসবে। তোমার জন্য আমার এবং পুরো বাংলাদেশের সমর্থন থাকবে। শক্ত থাকো। ইন শা আল্লাহ।'
উল্লেখ্য, আইসিসি সাকিব আল হাসানকে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ সব ধরনের ক্রিকেটে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। সাকিবের বিরুদ্ধে সবমিলিয়ে তিনটি অভিযোগ এনেছে আইসিসি। সাকিব এই তিনটি অভিযোগই স্বীকার করে নিয়েছেন।