ফরহাদের ছয় রাজ্জাকের চার উইকেট

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-20 00:56:28

সকালে একাই ছয় উইকেট শিকার করে খুলনার প্রথম ইনিংস (২০১/১০) দ্রুতই গুটিয়ে দেন রাজশাহীর ফরহাদ রেজা। পরে দুপুরে রাজশাহীর দ্বিতীয় ইনিংসে বল হাতে দ্যুতি ছড়ান আব্দুর রাজ্জাক। খুলনার এ বোলার স্পিন জাদু দিয়ে শিকার করেন ৪ উইকেট। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। রাজশাহী ৭ উইকেটে ১৯১ রান তুলতেই নির্ধারিত সময়ের এক ঘন্টা আগে ড্র মেনে নেয় দুদল।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম স্তরের ম্যাচে রাজশাহীর হয়ে অভিষেক মিত্র ৫১ ও মুক্তার আলী করেন ৩৯। ফরহাদ হোসেন ২৮, সাব্বির হোসেন ২৫ ও সানজামুল করেন ২৩* রান।

খুলনার আব্দুর রাজ্জাক ৪টি আর আব্দুল হালিম নেন দুটি উইকেট।

তার আগে মঙ্গলবার, ১২ নভেম্বর প্রথম ইনিংসে ৪ উইকেটে ১৫৪ রান নিয়ে চতুর্থ ও শেষ দিনের খেলা শুরু করে খুলনা বিভাগ। ফরহাদ রেজা দাপুটে বোলিংয়ে একাই বাকি ৬ উইকেট তুলে নেওয়ায় আজ মাত্র ৪৭ রান যোগ করে অধিনায়ক রাজ্জাকের দল (২০১/১০)।

রাজশাহীর হয়ে ৬ উইকেট শিকার করেন ফরহাদ রেজা। দুটি করে উইকেট নেন মোহর শেখ ও মুক্তার আলী।

ম্যাচ সেরা রুবেল হোসেনের ঝড়ো বোলিংয়ে রাজশাহী প্রথম ইনিংসে সংগ্রহ করে মাত্র ১৫১ রান।

সংক্ষিপ্ত স্কোর-

রাজশাহী বিভাগ প্রথম ইনিংস: ১৫১/১০, ৫০.৪ ওভার (সানজামুল ৪৮, মিজানুর ৪৩ ও জুনায়েদ ২৩; রুবেল ৭/৫১ ও রাজ্জাক ২/৬০)।

খুলনা বিভাগ প্রথম ইনিংস: ২০১/১০, ৭৩.১ ওভার (অমিত ৫৯, তুষার ৫৮ ও নাহিদুল ৩৩*; ফরহাদ ৬/৪৮, মুক্তার ২/৪০ ও মোহর ২/৪০)।

রাজশাহী বিভাগ দ্বিতীয় ইনিংস: ১৯১/৭, ৬১ ওভার (অভিষেক ৫১, মুক্কার ৩৯, ফরহাদ ২৮, সাব্বির ২৫ ও সানজামুল ২৩*; রাজ্জাক ৪/৬৯ ও হালিম ২/৩৬)।

ম্যাচ সেরা: রুবেল হোসেন।

ফল: ড্র।

 

এ সম্পর্কিত আরও খবর