ওমানকে রুখতে চায় বাংলাদেশ

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 19:12:47

কাতার বিশ্বকাপের বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে স্বাগতিক ওমানের মুখোমুখি আজ বৃহস্পতিবার, ১৪ নভেম্বর বাংলাদেশ। র‌্যাঙ্কিং ও শক্তির দিক থেকে বাংলাদেশের (১৮৪তম) চেয়ে ওমানই (৮৪তম) এগিয়ে।

কিন্তু ভারতের মাটিতে ড্র করে এসেছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রস্তুতি ম্যাচে ওমান লিগের মাসকট ক্লাবের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়ে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিয়েছে বাংলাদেশের ফুটবলাররা।

তাই মাসকটের সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সের আজকের ম্যাচে ভালো পারফরম্যান্সের স্বপ্ন দেখছে কোচ জেমি ডের শিষ্যরা। দুর্ভেদ্য রক্ষণ দেয়াল গড়ে সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ।

ইতিহাস ও পরিসংখ্যানেও এগিয়ে ওমান। এর আগে প্রীতি ম্যাচে দুদল একে অপরকে মোকাবেলা করে ছিল। ১৯৮২ সালে করাচির সেই ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে হার মেনে ছিল ওমানের কাছে।

কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অনেক আগেই ওমানে পৌঁছে গেছে দল। সেজন্য বাংলাদেশের আশাটাও একটু বেড়ে গেছে।

২০২২ কাতার বিশ্বকাপের সঙ্গে ২০২৩ এশিয়ান কাপের বাছাই পর্বের এ ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশের সময় আজ রাত ৯টায়।

চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে কাতার। এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্টে দ্বিতীয় স্থানে ওমান। তিন ম্যাচে এক পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে বাংলাদেশ।

 

এ সম্পর্কিত আরও খবর