আইপিএল থেকেও ছিটকে গেলেন সাকিব

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-23 14:58:24

ক্রিকেটে নিষিদ্ধ এখন সাকিব আল হাসান। আন্তর্জাতিক তো বটেই ঘরোয়া ক্রিকেটেও আগামী এক বছর দেখা যাবে না বিশ্ব সেরা এ অলরাউন্ডারকে।

নিষেধাজ্ঞার কারণে টি-টোয়েন্টির পর ওয়ানডে র‌্যাঙ্কিং থেকেও সাকিবের নাম মুছে ফেলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ভারতের বিপক্ষে লাল বলের সিরিজ শেষে টেস্ট র‌্যাঙ্কিং থেকেও বাদ পড়ে যাবে দেশ সেরা এ ক্রিকেটারের নাম।

তারই ধারাবাহিকতায় এবার আইপিএলের ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ থেকেও বাদ পড়লেন অলরাউন্ডার সাকিব। টুর্নামেন্টের দলগুলো তাদের রেখে দেওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় নেই তার নাম। তার মানে সাকিবকে ছেড়ে দিয়েছে হায়দরাবাদ। নিষেধাজ্ঞার কারণে তাকে তো আর দলে রাখা সম্ভব নয়। তাহলে না ছেড়ে উপায় কী? সাকিবের বদলে হায়দরাবাদ কাকে দলে নেয় সেটা দেখার অপেক্ষায় এখন ক্রিকেট প্রেমীরা।

আট বছরের মধ্যে এই প্রথম আইপিএল থেকে ছিটকে গেলেন বাংলাদেশ ক্রিকেটের এ মহাতারকা। এর আগে সাকিব খেলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে।

নিষেধাজ্ঞার খড়গ থেকে সাকিবের মুক্তি মিলবে ২০২০ সালের ২৯ অক্টোবর। কিন্তু তার আগেই আইপিএলের আগামী আসর শেষ হয়ে যাবে।

ফলে ভারতীয় ঘরোয়া এ টি-টোয়েন্টি আসরে বাংলাদেশের কোনো প্রতিনিধি থাকল না। ১৯ ডিসেম্বর হবে আইপিএলের নিলাম। সেখানে দেশের অন্য কোনো ক্রিকেটার সুযোগ পান কী না সেটাই এখন দেখার।

জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পেয়েও তা আইসিসি বা আকসুকে (দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট) জানাননি সাকিব। সে ভুলের মাশুল গুনেই দুই বছর নিষিদ্ধ হয়েছেন সাকিব (যার এক বছর স্থগিত নিষেধাজ্ঞা)।

 

এ সম্পর্কিত আরও খবর