বিধ্বংসী বোলিংয়ে রুয়েলের ৮ উইকেট

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-21 07:22:19

বগুড়ায় পেস ঝড় তুলে ছিলেন রুয়েল মিয়া। বিধ্বংসী বোলিংয়ে তিনি তছনছ করে দিয়েছেন চট্টগ্রাম বিভাগের ব্যাটিং লাইন-আপ। একাই ৮ উইকেট শিকার করে প্রথম ইনিংসে প্রতিপক্ষকে ১০৬ রানেই গুটিয়ে দিয়েছেন ১৮ বছরের এ পেসার।

প্রতিপক্ষের ৮ উইকেট তুলে নিতে সিলেটের বাঁ-হাতি এ ফাস্ট বোলার খরচ করেছেন মাত্র ২৬ রান। প্রথম শ্রেণীর ক্রিকেটে গত সাত বছরে কোনো পেসারের এটাই সেরা বোলিং ফিগার।

চট্টগ্রামের হয়ে তাসামুল হক ২১, অধিনায়ক ইরফান শুক্কুর ২১ ও সাজ্জাদুল হক করেন ১৪ রান।

জবাবে ব্যাট হাতে নেমে প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ১৮৬ রান তুলেছে সিলেট বিভাগ। ৫৫ করেন অমিত হাসান। ৪১ করে সাজঘরে ফেরেন অলক কাপালি।

চট্টগ্রামের হয়ে ইরফান হোসেন শিকার করেন ৪ উইকেট।

তার আগে শহীদ চান্দু স্টেডিয়ামে শনিবার (১৬ নভেম্বর) জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডের দ্বিতীয় স্তরের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে চট্টগ্রাম।

সংক্ষিপ্ত স্কোর-

চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংস: ১০৬/১০, ৩৫.১ ওভার (তাসামুল ২১, ইরফান ২১ ও সাজ্জাদুল ১৪; রুয়েল ৮/২৬)।

সিলেট বিভাগ প্রথম ইনিংস: ১৮৬/৫, ৪৮ ওভার (অমিত ৫৫, অলক ৪১, গালিব ২৮ ব্যাটিং; ইরফান ৪/৭৬)।

*প্রথম দিন শেষে।

এ সম্পর্কিত আরও খবর