উয়েফা ২০২০ ইউরোতে শিরোপা ধরে রাখার মিশনে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল খেলবে মৃত্যুকূপে। ‘এফ’ গ্রুপে ক্রিশ্চিয়ানো রোনালদোদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স ও সাবেক বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানি।
রোমে ১২ জুন ইতালি আতিথ্য দিবে তুরস্ককে। এ ম্যাচ দিয়েই মাঠে গড়াবে ইউরোর আগামী আসর। টুর্নামেন্টের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রথমবারের মতো ইউরোপের ১২টি শহরে হবে এ আসর।
‘ই’ গ্রুপে মাঠের লড়াইয়ে স্পেনের শত্রু পোল্যান্ড ও সুইডেন। পরে প্লে-অফ থেকে যোগ দিবে আরো একটি দল।
ডি গ্রুপে খেলবে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও চেক প্রজাতন্ত্র। প্লে-অফ থেকে এ গ্রুপে আসবে আরো একটি দল।
উয়েফা ২০২০ ইউরো ড্র
এ গ্রুপ | ইতালি | সুইজারল্যান্ড | তুরস্ক | ওয়েলস |
বি গ্রুপ | বেলজিয়াম | রাশিয়া | ডেনমার্ক | ফিনল্যান্ড |
সি গ্রুপ | ইউক্রেন | নেদারল্যান্ডস | অস্ট্রিয়া |
পাথ ডি/এ জয়ী |
ডি গ্রুপ | ইংল্যান্ড | ক্রোয়েশিয়া | চেক প্রজাতন্ত্র |
পাথ সি জয়ী |
ই গ্রুপ | স্পেন | পোল্যান্ড | সুইডেন |
পাথ বি জয়ী |
এফ গ্রুপ | জার্মানি | ফ্রান্স | পর্তুগাল |
পাথ এ/ডি জয়ী |